সাইটের অনেক তথ্যই ভুল প্রমাণিত হয়েছে
সিলেটের কন্ঠ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ১০ এপ্রিল ২০১৬, ৯:৩৯ পূর্বাহ্ণনাজিমুদ্দিন সামাদ হত্যায় জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের দায় স্বীকারের তথ্যে সন্দেহ প্রকাশ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। তিনি বলেছেন, ‘ব্লগার হত্যা হয়েছে। এ বিষয়ে আমি কিছু বলতে চাই না। কে দায় স্বীকার করল সেটি নিয়ে কোনো মন্তব্য করতে চাই না। এরকম হত্যাকাণ্ডের পর অনেকে দায় স্বীকার করে থাকলেও পরবর্তীতে তদন্ত শেষে সেটি মিথ্যা প্রমাণিত হয়। তদন্তে অন্য কারও নাম বের হয়।’
শনিবার দুপুরে বোয়ালখালী উপজেলায় ফায়ার সার্ভিস স্টেশনের উদ্বোধনী সভার আগে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, ‘আমি এই হত্যাকাণ্ড নিয়ে এখনই বেশি কিছু বলতে পারব পারছি না। এর রহস্য কী, রহস্য উদঘাটনের ইতোমধ্যে আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনির সদস্যরা কাজ শুরু করেছে।’
এই ধরনের সব হত্যা রহস্য উদঘাটনের দাবি করে মন্ত্রী বলেন, ‘নাজিমুদ্দিন হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনে পুলিশসহ আমাদের সব এজেন্সি কাজ করছে। অন্য সব হত্যা রহস্যের মতো এই হত্যা রহস্যও উদঘাটন করা হবে।’
গত বুধবার দিবাগত রাতে রাজধানীর সূত্রাপুর এলাকায় খুন হন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র নাজিমুদ্দিন সামাদ। গতকাল শুক্রবার মার্কিন গোয়েন্দা তথ্য সরবরাহকারী সংস্থা সাইট ইন্টেলিজেন্স দাবি করে, আনসাল আল ইসলাম নামে একটি জঙ্গি সংগঠন এ হত্যার দায় স্বীকার করেছে। অন্যান্য ব্লগার হত্যার পরও এমন তথ্য দিয়েছে সাইট। তবে তারা কখনোই তথ্যসূত্র উল্লেখ করে না। এমনকি বাংলাদেশে বহু ঘটনার সঙ্গে আইএস জড়িত থাকার তথ্যও তারা দিয়েছে। কিন্তু সরকার বরাবরই এধরনের কোনো আন্তর্জাতিক জঙ্গি সংগঠনের বাংলাদেশে তৎপরতার তথ্য প্রত্যাখ্যান করেছে।
এছাড়া নাজিমুদ্দিন ব্লগারও ছিলেন না বলে জানা যাচ্ছে। তিনি ফেসবুকে বিভিন্ন বিষয়ে স্ট্যাটাস দিতেন। বাসা থেকে ব্যক্তিগত একটি ডায়েরিও উদ্ধার করেছে পুলিশ।
বাংলামেইল
. . . . . . . . .