খালেদা দুই ক্লাস কম মেট্রিক পাস
সিলেটের কন্ঠ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ২৫ ডিসেম্বর ২০১৫, ২:১৪ অপরাহ্ণবিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া দুই ক্লাস কম মেট্রিক পাস বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের উপদ্ষ্টো পরিষদের সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত।
তিনি বলেন, ‘দুই ক্লাস কম মেট্রিক পাস করে আপনি (খালেদা জিয়া) যা ইচ্ছা তা বলে যাচ্ছেন। হঠাৎ করে মুক্তিযুদ্ধে শহীদদের নিয়ে সংখ্যা তত্ত্ব দিচ্ছেন, কিন্তু তা জনগণ মেনে নেবে না।’ খালেদা জিয়া মামলার ভয়ে বর্তমানে পেট্রোল বোমা ছেড়ে পৌর নির্বাচন ‘বোমা’য় এসেছেন বলেও তিনি দাবি করেন।
বৃহস্পতিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি অডিটরিয়ামে আব্দুর রাজ্জাক স্মৃতি সংসদ আয়োজিত প্রয়াত আওয়ামী লীগ নেতা আব্দুর রাজ্জাকের চতুর্থ মৃত্যুবার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভায় সুরঞ্জিত সেনগুপ্ত এ দাবি করেন।
‘আজ যখন নতুন প্রজন্ম মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত হচ্ছে তখন খালেদা জিয়া মুক্তিযুদ্ধে শহীদদের সংখ্যা তত্ত্ব নিয়ে আসছেন। আসলে পাকিস্তান বলেছে তাই খালেদা জিয়াও বলেছেন’, বললেন সুরঞ্জিত সেনগুপ্ত।
সুরঞ্জিত বলেন, ‘আব্দুর রাজ্জাকের শূন্যতা কোনোদিন পূরণ হবে না। আব্দুর রাজ্জাক বঙ্গবন্ধুর মতো সব দলের নেতা ছিলেন। শেখ হাসিনা আজ যেভাবে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন তার সঙ্গে যদি আব্দুর রাজ্জাক থাকতেন তাহলে দেশ কোথায় যেতো কল্পনা করা যায় না।’
এদিকে বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়াকে ‘পাকিস্তানি’ বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের আরেক সদস্য ও বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। তিনি বলেছেন, ‘আজকে যারা মুক্তিযুদ্ধকে বিতর্কিত করতে চায় তারা মূলত পাকিস্তানি। বেগম খালেদা জিয়া যে ভাষায় কথা বলেছেন তা পাকিস্তানের ভাষা। মুক্তিযুদ্ধ ও যুদ্ধাপরাধ নিয়ে পাকিস্তান যে ভাষায় কথা বলেছেন খালেদা জিয়া একই ভাষায় কথা বলেছেন। বেগম খালেদা পাকিস্তানি।’
‘আইয়ুব খান’ বইটি পড়ার পরামর্শ দিয়ে বেগম খালেদা জিয়ার উদ্দেশে আওয়ামী লীগের এ প্রবীন নেতা বলেন, ‘ইতিহাস জানতে হলে লেখা পড়া জানতে হবে। আপনি আইয়ুব খানকে নিয়ে তার প্রেস সচিবের লেখা বই “আইয়ূব খান” পড়ুন। তাহলে বঙ্গবন্ধু পাকিস্তানের প্রধানমন্ত্রী হতে চেয়েছিলেন কি না, সে সময় গোলটেবিল বৈঠক আলোচনায় কী কথা হয়েছে তা জানতে পারবেন।’
এসময় আরো বক্তব্য রাখেন- আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জনপ্রশাসন মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম, যুগ্ম-সাধারণ সম্পাদক মাহাবুব উল আলম হানিফ, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম, জাসদ সভাপতি ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বি এম মোজাম্মেল হক। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি ওয়ার্ল্ড ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক আব্দুল মান্নান।
উল্লেখ্য, সম্প্রতি এক অনুষ্ঠানে খালেদা জিয়া বলেন- মুক্তিযুদ্ধে শহীদের সংখ্যা নিয়ে বিতর্ক রয়েছে।
তার এ মন্তব্য নিয়ে রাজনৈতিক মহল ও সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনার ঝড় বয়ে যাচ্ছে।
. . . . . . . . .