বারুতখানায় মেট্রোপলিটন ইউনিভার্সিটির ছাত্র রুহিতকে ছুরিকাঘাত করেছে দুর্বৃত্তরা
সিলেটের কন্ঠ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ০৫ ডিসেম্বর ২০১৫, ১১:০১ পূর্বাহ্ণসিলেট নগরীর বারুতখানায় বারুতখানায় মেট্রোপলিটন ইউনিভার্সিটির এক ছাত্র দুর্বৃত্তদের ছুরিকাঘাতে গুরুতর আহত হয়েছেন। শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে মোটর সাইকেলে কয়েকজন দুর্বৃত্ত এসে অতর্কিত হামলা চালিয়ে তাকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়।
আহত ছাত্রের নাম সাকিব রুহিত (২২)। সে নগরীর আম্বরখানা চন্দনটুলা চয়ন-২৫ নম্বর বাসার যুক্তরাষ্ট্র প্রবাসী আবদুল হামিদ ইকবালের ছেলে। রুহিত মেট্রেপলিটন ইউনিভার্সিটির বিবিএ’র ছাত্র।
রুহিতের বড় বোন রিংকির সাথে আলাপ করে জানা যায়, সে রুহিত বাসা থেকে রিকশাযোগে জেলরোড যাচ্ছিলেন। বারুতখানা পয়েন্টে আসার পর ৫টি মোটর সাইকেলে কয়েকজন যুবক এসে রিকশার গতিরোধ করে রুহিতেweর পিঠ ডান হাত ও বাম পায়ে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে।
পরে স্থানীয়রা গুরুতর আহতাবস্থায় রুহিতকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।
প্রবাসের সাংস্কিতিক ব্যক্তিত্ব আবদুল হামিদ ইকবাল মুঠো ফোনে এই ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেন। তিনি প্রশাসনের কাছে অপরাধীদের খুজে বের করে দৃষ্টান্তমুলুক শাস্তি দাবী করেন।
কী কারনে কারা রুহিতের উপর এ হামলা চালিয়েছে তা জানা যায়নি। তার পরিবারও কোন তথ্য জানাতে পারেনি। . . . . . . . . .