১৪ হাজার টাকায় তোশিবার ল্যাপটপ
সিলেটের কন্ঠ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ২৬ নভেম্বর ২০১৫, ৯:১৬ অপরাহ্ণজাপানের বিখ্যাত প্রযুক্তি পণ্য নির্মাতা প্রতিষ্ঠান তোশিবা বাজারে নিয়ে এলো সাশ্রয়ী দামের একটি ল্যাপটপ। এটি ক্রোমবুক সিরিজের। মডেল ক্রোমবুক ২। এটির মূল্য মাত্র ১৮৯.৯৯ ডলার। ভ্যাট এবং ট্যাক্সবাদে বাংলাদেশী টাকায় ক্রোমবুকটির মূল্য দাঁড়ায় ১৪ হাজার ৬৫৭ টাকা।
তোশিবার ক্রোমবুকটি ইতোমধ্যে সারা পৃথিবীব্যাপী জনপ্রিয়তা পেয়েছে। ক্রোমবুকটি যখন বাজারে আসে তখন এটির মূল্য ছিল ৩১৯.৯৯ ডলার। এরপর ছাড় দিয়ে বিক্রি হয় ২৯৯ ডলারে। সর্বশেষে মাত্র ১৮৯.৯৯ ডলারে ল্যাপটপটি বিক্রি হচ্ছে। আর আপনার বাসায় বসে ল্যাপটপটি পেতে হলে আর ৫ ডলার খরচ করতে হবে।
তোশিবার এই ল্যাপটপটিতে আছে ১৩.৩ ইঞ্চির আইপিএস ডিসপ্লে। ডিসপ্লের রেজুলেশন ১৯২০x১০৮০ পিক্সেল।
এতে আছে ২.১৬ গিগাহার্টজের ইন্টেলের ডুয়েল কোর প্রসেসর, ৪ জিবি র্যাম এবং ১৬ জিবি বিল্টইন মেমোরি স্টোরেজ। মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে মেমোরি বাড়ানোর সুযোগ আছে।
. . . . . . . . .