পাকিস্তানের হাইকমিশনারকে ডেকে বিবৃতির কড়া প্রতিবাদ

সিলেটের কন্ঠ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ২৩ নভেম্বর ২০১৫, ৯:৩১ অপরাহ্ণমানবতার বিরুদ্ধে অপরাধের দায়ে সালাউদ্দিন কাদের চৌধুরী ও আলী আহসান মোহাম্মাদ মুজাহিদের মৃত্যুদণ্ড কার্যকর হওয়ায় পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় উদ্বেগ প্রকাশ করে যে বিবৃতি দিয়েছে তার কড়া প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ সরকার।
ঢাকায় পাকিস্তানের হাইকমিশনারকে ডেকে নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় কড়া প্রতিবাদ জানায় এবং এ ব্যাপারে তাদের সতর্ক করে দেয় ।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের তলবে পাকিস্তানের হাই কমিশনার সুজা আলম সোমবার রাষ্ট্রীয় ভবন পদ্মায় হাজির হয়ে ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব মিজানুর রহমানের সঙ্গে দেখা করেন। এ সময় তার কাছে কড়া প্রতিবাদ জানানো হয় এবং এ ব্যাপারে সতর্ক করে দেয়া হয়।
সালাউদ্দিন কাদের চৌধুরী ও আলী আহসান মোহাম্মাদ মুজাহিদের মৃত্যুদণ্ড কার্যকর হওয়ার পর পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় উদ্বেগ প্রকাশ করে বিবৃতি দিয়েছে।
বাংলাদেশ সরকারের পররাষ্ট্রপ্রতিমন্ত্রী শাহরিয়ার আলম বলেছেন, মানবতার বিরুদ্ধে অপরাধের বিচারের ইস্যুতে শুধু পাকিস্তান নয়, কোনো দেশেরই মন্তব্য আমলে নেওয়া হবে না।
. . . . . . . . .