হাসপাতাল ছেড়ে ‘অজানায়’ টুটুল
সিলেটের কন্ঠ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ১১ নভেম্বর ২০১৫, ১০:০২ পূর্বাহ্ণদুর্বৃত্তদের হামলায় আহত শুদ্ধস্বর প্রকাশনীর স্বত্বাধিকারী আহমেদুর রশীদ টুটুল ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন। তিনি ১০ দিন চিকিৎসাধীন থাকার পর ছাড়া পেলেন। তবে তিনি নিরাপত্তার জন্য পুলিশি স্কট নেননি, এমনকি কোথায় উঠবেন তাও জানাননি পুলিশকে।
এদিকে আহত তারেক রহিম ও রণদীপম বসুকে আরও কয়েকদিন হাসপাতালে থাকতে হবে বলে জানিয়েছেন চিকিৎসকরা।
মঙ্গলবার রাত সোয়া ৭ টার দিকে টুটুল হাসপাতাল ত্যাগ করেন। এ সময় টুটুলের স্ত্রীসহ পরিবারের সদস্য, শুভাকাঙ্ক্ষী এবং পুলিশ উপস্থিত ছিলেন।
তবে তিনি কোথায় যাবেন সে বিষয়ে স্বজনরা কোনো কথা বলেননি। ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মোজাম্মেল হক বলেন, ‘প্রকাশক টুটুলকে পুলিশি স্কট দেয়ার জন্য থানা পুলিশ হাসপাতালে এসেছিল। কিন্তু তিনি পুলিশি স্কট নেননি। তিনি কোথায় উঠবেন তাও আমাদের জানানো হয়নি।’
ঢামেক হাসপাতালের সহকারী পরিচালক খাজা আবদুল গফুর জানান, শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় টুটুলকে হাসপাতাল থেকে ছাড়পত্র দেন চিকিৎসকরা। তবে আহত কবি তারেক রহিমের চিকিৎসা চলবে। লেখক রণদীপম বসুর শারীরিক অবস্থাও ভালোর দিকে। চিকিৎসকরা জানিয়েছেন তিনিও কয়েকদিনের মধ্যেই হাসপাতাল ছাড়তে পারবেন।
প্রকাশক টুটুলের স্ত্রী শামীমা রুনা বলেন, ‘টুটুলকে কুপিয়ে হত্যা চেষ্টার ঘটনার সুষ্ঠু বিচার চাচ্ছি। এ ধরনের ঘটনার যেন পুনরাবৃত্তি না ঘটে। একজনকে হত্যার মাধ্যমে একটি সংসার, একটি পরিবার ধ্বংস হয়ে যায়। আমরা নিরাপদে থাকতে চাই।’
গত ৩১ অক্টোবর দুপুরে মোহাম্মদপুর লালমাটিয়ার সি ব্লকের ৮/১৩ নম্বর শুদ্ধস্বর প্রকাশনীর কার্যালয়ে হামলা করে দুর্বৃত্তরা। তাদের গুলি ও ধারালো অস্ত্রের আঘাতে শুদ্ধস্বরের প্রকাশক আহমেদুর রশীদ টুটুল, লেখক রণদীপম বসু ও কবি তারেক রহিম গুরুতর আহত হন। পরে আহতদের ঢামেক হাসপাতালে ভর্তি করা হয়। একই দিনে একই সময়ে শাহবাগের আজিজ সুপার মার্কেটে দুর্বৃত্তদের হামলায় নিহত হন জাগৃতি প্রকাশনীর স্বত্বাধিকারী ফয়সাল আরেফিন দীপন।
. . . . . . . . .