স্ত্রীকে নিয়ে জুকারবার্গের আবেগঘন ছবি
সিলেটের কন্ঠ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ০৫ নভেম্বর ২০১৫, ১১:০৮ অপরাহ্ণজনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জুকারবার্গ তার ভেরিফায়েড ফেসবুক পেজে তার গর্ভবতী স্ত্রী প্রিসিলা চ্যানের সঙ্গে একটি ছবি প্রকাশ করেছেন। ছবিটি ২২ ঘণ্টা আগে পোস্ট করা হয়েছে। ছবিটি তুলেছেন বিখ্যাত আলোকচিত্রী আন্নি লেইবোভিজ।
ছবিটির ক্যাপশনে মার্ক জুকারবার্গ লিখেছেন, ‘ এটা প্রিসিলার অত্যাশ্চর্য ছবি। আমি তার অভিব্যক্তিতে ভালোবাসি। তীব্র অথচ দয়ালু, প্রবল অথচ স্নেহময়, নেতৃস্থানীয় অথচ সর্বদাই অন্যের প্রতিপোষক।’
জাকারবার্গ এবং প্রিসিলার এমন যুগল ছবিটি তুলে দেয়ার জন্য সে আলোকচিত্রী আন্নি লেইবোভিজকে ধন্যবাদ জানিয়েছেন।
খুব শিগগিরই ভূমিষ্ঠ হতে যাচ্ছে এই দম্পতির প্রথম সন্তান। কন্যা সন্তানের প্রত্যাশা করেন মার্ক। জুলাই মাসে সে কথা তিনি তার পেজের মাধ্যমে সবাইকে জানিয়েও দিয়েছেন।
২০১২ প্রিসিলাকে বিয়ে করেন ফেসবুকের এই প্রতিষ্ঠাতা। . . . . . . . . .