জাতিসংঘে নতুন স্থায়ী প্রতিনিধি মাসুদ বিন মোমেন
সিলেটের কন্ঠ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ০৩ নভেম্বর ২০১৫, ৯:৪৪ অপরাহ্ণজাতিসংঘে বাংলাদেশের পরবর্তী স্থায়ী প্রতিনিধি হিসেবে নিয়োগ পেয়েছেন মাসুদ বিন মোমেন। তিনি বর্তমান স্থায়ী প্রতিনিধি ড. এ. কে আব্দুল মোমেনের স্থলাভিষিক্ত হবেন।
মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, ১৯৮৫ সালে বিসিএস পররাষ্ট্র ক্যাডারে যোগ দেওয়া মাসুদ বিন মোমেন বর্তমানে জাপানে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করছেন। এর আগে তিনি ইতালির রাষ্ট্রদূত ও সার্ক সচিবালয়ের পরিচালক হিসেবেও দায়িত্ব পালন করেন।
এ ছাড়া দীর্ঘ পেশাদার কূটনৈতিক জীবনে তিনি নিউইয়র্কে জাতিসংঘ মিশনে, নয়া দিল্লি এবং ইসলামাবাদ হাইকমিশনেও গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন বলে বিজ্ঞপ্তিতে বলা হয়।
মাসুদ বিন মোমেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগ থেকে সর্বোচ্চ ডিগ্রি নেওয়ার পর যুক্তরাষ্ট্রের টুফটস বিশ্ববিদ্যালয় থেকে আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। তিনি বিবাহিত ও দুই সন্তানের জনক।
. . . . . . . . .