লন্ডনে খালেদার নাগরিক সংবর্ধনা আজ

সিলেটের কন্ঠ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ০১ নভেম্বর ২০১৫, ৯:৩৯ পূর্বাহ্ণযুক্তরাজ্য সফররত বিএনপি চেয়ারপারসন ও ২০ দলীয় জোটের শীর্ষ নেতা খালেদা জিয়া আজ লন্ডনে এক নাগরিক সংবর্ধনায় যোগ দেবেন। অনুষ্ঠানে উপস্থিত থাকবেন লন্ডনে অবস্থানরত বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান। স্থানীয় সময় বিকাল ৪টায় সেন্ট্রাল লন্ডনের একটি হলে সংবর্ধনা সভা অনুষ্ঠিত হবে। যুক্তরাজ্য বিএনপির একাধিক সূত্র মানবজমিনকে বিষয়টি নিশ্চিত করেছে।
যুুক্তরাজ্য বিএনপির সভাপতি এমএ মালেক জানান, রোববার সভার সকল প্রস্তুতি সম্পন্ন হচ্ছে। সভায় কমিউনিটি নেতৃবৃন্দ, সাংবাদিক, পেশাজীবীসহ সহস্রাধিক আমন্ত্রিত অতিথি উপস্থিত থাকবেন। উল্লেখ্য, চিকিৎসা ও পরিবারের সদস্যদের সঙ্গে সময় কাটাতে গত ১৬ই সেপ্টেম্বর লন্ডনে আসেন খালেদা জিয়া। এমিরেটস এয়ারলাইনসের ইকে-৫৮৫ ফ্লাইটে হিথ্রো বিমানবন্দরে পৌঁছালে বিমানবন্দরের ভিআইপি টার্মিনালে মাকে স্বাগত জানান পুত্র তারেক রহমান। বিমানবন্দর থেকে নিজে গাড়ি চালিয়ে মাকে নিয়ে ওঠেন কিংস্টোন এলাকার একটি ভাড়া বাসায়। দীর্ঘ আট বছর পর খালেদা জিয়া তার পরিবারের সদস্যদের সঙ্গে একত্রিত হন। সেখানেই দীর্ঘ দেড় মাস ধরে পুত্র তারেক রহমান, দুই পুত্রবধূ ডা. জোবায়দা রহমান ও শর্মিলা আহমেদ, নাতনি জাইমা রহমান, জাফিয়া রহমান, জাহিয়া রহমানসহ পরিবারের অন্যান্য সদস্যদের সঙ্গে পারিবারিক আবহে সময় কাটাচ্ছেন খালেদা জিয়া।
লন্ডনে আসার পর থেকেই নেতাকর্মীদের তেমন সাক্ষাৎ দিচ্ছেন না খালেদা জিয়া। তবে খালেদা জিয়া গত ঈদুল আজহার দিন যুক্তরাজ্যের সর্বস্তরের প্রবাসীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। এই অনুষ্ঠানে দীর্ঘ বক্তব্যও দেন তিনি। ইতিমধ্যে তার বাম চোখে সফল ক্যাটারেক্ট অপারেশন সম্পন্ন হয়েছে। ডান চোখে আপাতত অপারেশন করাবেন না বলে সিদ্ধান্ত নিয়েছেন। এছাড়া হাঁটুর চিকিৎসা চলছে। চিকিৎসা শেষে শিগগিরই দেশে ফিরবেন খালেদা জিয়া। ইতিমধ্যে চিকিৎসার জন্য একাধিকবার তার দেশে ফেরার তারিখ পেছানো হয়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, চিকিৎসা ও পরিবারের সদস্যদের সঙ্গে সময় কাটানোর পাশাপাশি দল পুনর্গঠন, দেশের রাজনৈতিক পরিস্থিতি, মধ্যবর্তী নির্বাচনের প্রেক্ষাপট ও বিএনপির ভবিষ্যত রূপরেখা নিয়ে আলাপ করছেন দুই শীর্ষ নেতা। দলের দুই শীর্ষ নেতার আলোচনায় উঠে আসছে তৃণমুল থেকে কেন্দ্রীয় নেতৃত্ব পর্যন্ত পুনর্গঠনের বিষয়গুলো। খালেদা জিয়া তার বড় ছেলে তারেক রহমানের সঙ্গে পরামর্শ করে আগামী দিনের রাজনৈতিক চ্যালেঞ্জ মোকাবিলায় জাতীয় নির্বাহী কমিটিসহ দলের সকল পর্যায়ে নেতৃত্ব নির্বাচনের প্রক্রিয়া সম্পন্ন করছেন। বিএনপি চেয়ারপারসন দেশে ফিরলে পুনর্গঠনের বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা দিতে পারেন।
১০ই নভেম্বরের মধ্যে দেশে ফিরবেন খালেদা জিয়া
এদিকে নিজের ফেসবুকে দেয়া গতকালের এক স্ট্যাটাসে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার প্রেস সচিব মারুফ কামাল খান লিখেছেন, ‘আগামী ১০ই নভেম্বরের মধ্যেই দেশে এসে পৌঁছাবেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া। যুক্তরাজ্য সফর শেষ করে চলতি মাসের দ্বিতীয় সপ্তাহের শুরুতেই সাবেক প্রধানমন্ত্রী দেশে ফেরার উদ্দেশে রওনা দেবেন বলে কথা রয়েছে। মাঝ সেপ্টেম্বরে ব্যক্তিগত সফরে তিনি লন্ডন যান। চোখ ও পায়ের চিকিৎসা এবং পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করাই মূলত এ সফরের উদ্দেশ্য। তিনি সেখানে ঈদুল আজহাও উদযাপন করেন। ইতিমধ্যে বিএনপি চেয়ারপারসনের একটি চোখে অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে। আগামী ৪ঠা নভেম্বর তার আবারও চিকিৎসকের সঙ্গে অ্যাপয়েন্টমেন্ট করা আছে। ডাক্তার ছাড়পত্র দিলে এমিরেটস-এর পরবর্তী এভেইলেবল ফ্লাইটেই তিনি ঢাকার পথে রওনা দেবেন বলে আশা করা যাচ্ছে। রোববার লন্ডনে প্রবাসী বাংলাদেশী নাগরিকদের উদ্দেশেও বক্তব্য রাখার কথা রয়েছে তার।
. . . . . . . . .