দুই মাথাওয়ালা অবাক করা ‘গরু’র কথা!

সিলেটের কন্ঠ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ২১ অক্টোবর ২০১৫, ১১:৫৪ অপরাহ্ণগরু কেমন দেখতে হয় সেটা আমাদের সবারই কম-বেশি জানা। আর গরুর স্বভাবতই একটি মাথা থাকে এ কথাও কারো অজানা নয়। তবে এবার দেখা মিলল ভিন্ন ঘটনা। সম্প্রতি রাজশাহীতে খোঁজ পাওয়া গেল দুই মাথা এক গরুর। ওই দুই মাথা নিয়েই গরুটি বেঁচে আছে দেড় বছর ধরে। আর সেই গরু নিয়ে রাজশাহীর তানোর এলাকায় চলছে তোলপাড়। উপজেলার দোগাছী গ্রামের কৃষক মইন উদ্দীনের বাড়িতে জন্ম নেয়া গরুটির দুইটি মাথা, ৪টি শিং আছে।
জানা যায়, ১৭ মাস আগে কৃষক মইন উদ্দীনের গোহালে জন্ম নেয় গরুটি। ঠিক মাথার ওপর এর আরেকটি মাথা রয়েছে। এভাবে দুটি মাথা নিয়েই ঘুরে বেড়ায় গরুটি। দুই মাথায় তিন চোখ, দুই মুখ ও ৪ শিং রয়েছে। অন্য গরুর মতই বেড়ে উঠছে এ গরু। মানুষের প্রতিনিয়ত ভিড় থাকায় এর মালিক দুই মাস থেকে গরুটি দেখার জন্য ১০ টাকা করে ফি নির্ধারণ করেছেন। আর এ ফি নির্ধারণে গরুটি এখন ১০ টাকা করে খরচ দিয়ে দেখছেন কৌতুহলী মানুষ। সোমবার গরুটি নিয়ে তিনি মুণ্ডুমালায় আয়ড়া শারদীয় দূর্গাপুজা মণ্ডপে হাজির হন গরুর মালিক।
গরুর মালিক মইন উদ্দিন জানান, গরুটির দুই মুখ থাকলেও একটি মুখ দিয়ে খাবার খায়। অন্য মুখ দিয়ে শ্বাস-প্রশ্বাস নেয়। দুই চোখ ছাড়াও তার মাথার উপরের চোখ দিয়েও দেখতে পায়।
মইন আরো জানান, তিনি গরিব মানুষ। এই গরুটিই তার সম্বল। গরুটি জন্মের পর থেকে মানুষের ভিড় লেগেই আছে। তাই দর্শণ ফি ১০ টাকা ধার্য করেছি। ফি দিয়ে গরু দেখায় আয়ও হচ্ছে, মানুষ বিনোদনও পাচ্ছে।
. . . . . . . . .