বিশ্বনাথে বিএনপি-যুবদল নেতার পাল্টাপাল্টি হামলা, আহত ৩
সিলেটের কন্ঠ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ২১ অক্টোবর ২০১৫, ১০:০০ অপরাহ্ণসিলেটের বিশ্বনাথে বুধবার বিকেলে বিএনপি ও যুবদল নেতার পাল্টাপাল্টি হামলায় ৩ জন আহত হয়েছেন। উপজেলা সদরের নতুন বাজার এলাকায় অলংকারী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আলতাব আলী মেম্বার ও একই ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক আবু সুফিয়ানের লোকজনের মধ্যে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন- উপজেলার অলংকারি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আলতাব আলী মেম্বার, যুবদল নেতা এমরান আহমদ ও সজিব মিয়া। তারা প্রাথমিক চিকিৎসা গ্রহণ করেছেন বলে জানা গেছে। এ ঘটনায় উপজেলা সদরের উভয় পক্ষের লোকজনের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। দলীয় কোন্দলের জের ধরে এ ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।
বিশ্বনাথ উপজেলা বিএনপির যুগ্ম-সম্পাদক বশির আহমদ বলেন, খবর পেয়ে আমি ঘটনাস্থলে ছুটে যাই।
এ ব্যাপারে যুবদল নেতা আবু সুফিয়ান সাংবাদিকদের বলেন, মামলার হাজিরা দিতে আদালত ছিলাম। তারা হামলায় জড়িত নয় বলে তিনি মন্তব্য করেন।
তবে তিনি বলেন, আলতাব আলীর নেতৃত্বে তার ব্যবসা প্রতিষ্ঠানে এসে তার ছোট ভাই এমরানের ওপর হামলা চালিয়ে মালামাল লুট করা হয়েছে।
বিএনপি নেতা আলতাব আলী বলেন, এলাকার কয়েকজনের ভোটার আইডি কার্ড সংশোধন করার জন্য তিনি বাজারে আসেন। এসময় আবু সুফিয়ানের নেতৃত্বে কয়েকজন যুবক তার ওপর হামলা চালিয়ে তার সঙ্গে থাকা নগদ ৫০ হাজার টাকা ও ভোটার আইডি কার্ড ছিনিয়ে নিয়ে যায়। তবে তারপক্ষের কেউ হামলা চালায়নি বলে তিনি দাবি করেন।
. . . . . . . . .