অনৈতিক কাজে লিপ্ত ৪ যুবক-যুবতী আটক
সিলেটের কন্ঠ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ১৭ অক্টোবর ২০১৫, ১০:০৭ পূর্বাহ্ণতিনি নিজেকে ডিম তাজুল নাম বলে পরিচয় দেন। পাইকারী ডিম ব্যবসার পাশাপাশি তিনি রাতারাতি লাখপতি হতে শায়েস্তাগঞ্জ বাজারে নিউ জেএম চেয়ারম্যান রেস্ট হাউজে যুবতীদের নিয়ে অনৈতিক ব্যবসা করছেন। তার ব্যবসায়ীক পার্টনার শাহীন মিয়া নিজেকে আওয়ামীলীগ নেতা হিসেবে পরিচয় দিয়ে থাকেন। আর ডিম তাজুল নিজেকে জাপা নেতা হিসেবে পরিচয় দিচ্ছেন। দুই দলের দুই নেতা মিলে তাদের আবাসিক হোটেলে নারী ব্যবসা জমজমাটভাবে চালিয়ে যাচ্ছেন। মাঝে মধ্যে পুলিশ তাদের
অনৈতিক ব্যবসায় বাধা হয়ে দাঁড়ায়। তারপরও থামছে না তাদের নারী ব্যবসা।
প্রতিদিনের ন্যায় শুক্রবার দুপুরে ওই হোটেলের দুইটি রুম ভাড়া নেন লাবন মিয়া ওরফে লাবু ও আব্দুল হান্নান রাহুল নামে দুই যুবক। তাদের সাথে দুই রুমে অবস্থান করেন হামিদা আক্তার ও সাহেদা বেগম লিজা নামে দুই যুবতী। দুপুর থেকে টানা কয়েক ঘন্টা সেখানে অবস্থান করে তারা। গোপন সূত্রে এ খবর পৌঁছে যায় শায়েস্তাগঞ্জ থানায়। শায়েস্তাগঞ্জ থানা পুলিশ হোটেলটিতে অভিযান চালিয়ে লাবুর সাথে হামিদা ও রাহুলের সাথে লিজাকে আপত্তিকর অবস্থায় দেখতে পায়। এ সময় পুলিশ তাদেরকে হোটেল থেকে নামিয়ে থানায় নিয়ে যায়। এ হোটেলে শুধু তারা চারজনই ছিলেন না। প্রায় সবকটি রুমেই কলগার্লরা অবস্থান করছিলো। তারা পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়। সাথে কৌশলে ডিম তাজুল ও শাহীনও পালিয়ে যেতে সক্ষম হয়। তবে যাই হোক পুলিশের এ অভিযানকে স্থানীয়রা স্বাগত জানিয়েছেন। শায়েস্তাগঞ্জ থানার ওসি মোঃ ইয়াছিনুল হক বলেন- অপরাধীদের ছাড় নেই। অপরাধ কর্মকান্ডের বিরুদ্ধে শায়েস্তাগঞ্জ থানা পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
. . . . . . . . .