সিলেট যুবদল-অপূর্ণাঙ্গ কমিটিতেই এক যুগ পার
সিলেটের কন্ঠ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ১৭ অক্টোবর ২০১৫, ১০:০৬ পূর্বাহ্ণসিলেট জেলা যুবদলের কমিটি গঠন হয় গত ১২ বছর আগে। দু’বছর মেয়াদী কমিটি টানা এক যুগ পার করেছে। দীর্ঘ এক যুগেও এ কমিটি পূর্ণাঙ্গ রূপ পায়নি। কমিটির নেতৃবৃন্দ কেন্দ্রের কাছে বারবার পূর্ণাঙ্গ কমিটি গঠনের তাগিদ দিয়েও ব্যর্থ হন। কেন্দ্রীয় কমিটির সাবেক এবং বর্তমান নেতৃবৃন্দের কাছে বারবার সিলেটের নেতারা ধর্না দিলেও তা আমলে নেননি তারা। শুধু কেন্দ্র থেকে বলা হয়েছে হচ্ছে, হবে।
কেন্দ্রীয় কমিটির সাবেক এবং বর্তমান নেতৃবৃন্দের মাঝে কোনো ধরণের সমন্বয় না থাকার কারণেই এমনটা হচ্ছে বলে মনে করেন তৃণমূলের নেতাকর্মীরা। এ কারণে সিলেট যুবদল এখন তার অস্থিত্ব হারাতে বসেছে। ক্ষোভ আর হতাশায় ঘিরে রেখেছে সিলেট যুবদলকে।
এদিকে সিলেট জেলা যুবদলের সভাপতি আবদুল মান্নান ২০১৪ সাল থেকে জেলা বিএনপির যুগ্ম আহবায়কের দায়িত্ব পালন করছেন। তিনি এখন যুবদলের হাল ছেড়ে দিয়েছেন। এই যুবদলকে এখন একাই টেনে টেনে ক্লান্ত হয়ে পড়ছেন সাধারণ সম্পাদক মামুনুর রশীদ মামুন।
২০০১ সালে দু’বছর মেয়াদী সিলেট জেলা যুবদলের সভাপতি/সাধারণ সম্পাদকসহ ৩৪টি সম্পাদকীয় পদ ঘোষণা করে কেন্দ্রীয় কমিটি। পরবর্তীতে এ কমিটি পূর্ণাঙ্গ করার নিয়ম থাকলেও নানা কারণে তা হয়ে ওঠেনি। এমনকি সিলেটের নেতৃবৃন্দ পূর্ণাঙ্গ কমিটি তৈরি করে কেন্দ্রের কাছে নিয়ে গেলেও তা আর আলোর মুখ দেখেনি। তাই পূর্ণাঙ্গ কমিটি ছাড়াই যুবদলের সাংগঠনিক কার্যক্রম চলছে। অপূর্ণাঙ্গ কমিটির মেয়াদও এক যুগ আগে শেষ হয়েছে। এখন সিলেটে অস্থিত্ব সংকটে পড়েছে যুবদল।
বিগত আন্দোলনেও যুবদলের সঙ্গে সম্পৃক্ত অনেকেই সেই আন্দোলনে শামিল হননি। মাঝে মধ্যে দলের সাধারণ সম্পাদক মামুনুর রশীদ মামুন এর সঙ্গে দু’চারজন নেতা শরীক হয়ে মিছিল সমাবেশ করে অস্থিত্ব জানানের চেষ্টা করছেন।
সিলেট জেলা যুবদলের সাধারণ সম্পাদক মামুনুর রশীদ মামুন বলেন, অতি দ্রুত পুরাতন কমিটি ভেঙে নতুন কমিটি গঠন করা জরুরি হয়ে পড়েছে। তিনি বলেন, কমিটি গঠন না হলে নতুন নেতৃত্ব বেরিয়ে আসবে না। সিলেট যুবদলকে শক্তিশালী করতে হলে তৃণমূলের নেতাকর্মীদের মতামতের ভিত্তিতে কমিটি গঠন করতে হবে। তবে কেন্দ্রীয় নেতৃবৃন্দ ঢাকায় বসে নয়, সিলেটে এসে এ কমিটি গঠন করার আহ্বান জানান তিনি।
প্রসঙ্গত, ২০০১ সালে সিলেট জেলা যুবদলের কমিটি ঘোষণা করা হয়। ৩৪ সদস্যের এ কমিটির মেয়াদ ছিল দু’বছর। আর এ কমিটি ছিল অপূর্ণাঙ্গ। কিন্তু দীর্ঘ এক যুগেও পূর্ণাঙ্গ রূপ পায়নি। এ নিয়ে দলের ভেতরও অস্থিরতা শুরু হয়। পদের আশায় বসে অনেকে যুবদলের পরিচয়ও দেন না। অনেকে বিএনপি রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হয়েছেন। অপরদিকে সিলেট মহানগর প্রতিষ্ঠার পর থেকে এ পর্যন্ত মহানগর শাখায় যুবদলের কোনো কমিটি গঠন হয়নি। . . . . . . . . .