আপত্তিকর অবস্থায় দুই চিকিৎসক, অতঃপর…
সিলেটের কন্ঠ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ১৬ অক্টোবর ২০১৫, ১১:৩৯ পূর্বাহ্ণসহকর্মী গাইনি চিকিৎসকের সঙ্গে আপত্তিকর অবস্থায় ডাক্তার মঈন আলীকে আটক করেছে পুলিশ। তারা উভয়েই ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে কর্মরত।
বৃহস্পতিবার রাত ১১টার দিকে ডক্টর্স ডরমেটরি কোয়ার্টার থেকে তাদের আটক করা হয়।
শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বক্কর সিদ্দিক সাংবাদিকদের জানান, রাত ১১টায় আপত্তিকর পরিস্থিতির সংবাদ পেয়ে পুলিশ ওই কোয়ার্টারে গিয়ে দরজা নক করে। তবে ভেতর থেকে কেউ দরজা না খুললে গাইনি চিকিৎসকের পরিবার ও শ্বশুরবাড়ির লোকদের সামনেই পুলিশ দরজা ভেঙে ফেলে। ঘরে ঢুকে ডা. মঈন আলীর সঙ্গে ওই নারী চিকিৎসককে আপত্তিকর অবস্থায় পাওয়া যায়। পরে তাদের আটক করে শাহবাগ থানা পুলিশ।
তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে বলে জানান ওসি।
. . . . . . . . .