কিবরিয়া হত্যাকান্ডের ঘটনায় বিস্ফোরক মামলার চার্জশীট গ্রহণ
সিলেটের কন্ঠ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ১৪ অক্টোবর ২০১৫, ১১:০৭ পূর্বাহ্ণসাবেক অর্থমন্ত্রী শাহএএমএস কিবরিয়া হত্যাকান্ডের ঘটনায় দায়েরকৃত বিস্ফোরক মামলার চার্জশীট গ্রহণ করা হয়েছে। একই ঘটনায় দায়েরকৃত হত্যা মামলাটি বর্তমানে সিলেটের দ্রুত বিচার ট্রাইব্যুনালে স্বাক্ষী গ্রহণ পর্যায়ে রয়েছে। বিস্ফোরক মামলাটি বিচারের জন্য হবিগঞ্জের দায়রা জজ আদালতে প্রেরণ করা হয়েছে। মঙ্গলবার হবিগঞ্জের অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট এসএম হুমায়ুন কবির বিস্ফোরক মামলার চার্জশীট গ্রহণ করে তা বিচারের জন্য দায়রা জজ আদালতে প্রেরনের নির্দেশ দেন। চার্জশীটে ৩২ জনকে আসামী করা হয়। এর মধ্যে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, সিলেটের মেয়র আরিফুল হক চৌধুরী, হবিগঞ্জের মেয়র আলহাজ্জ জিকে গউছসহ ১৫জন কারাগারে, ৮ জন জামিনে, ৯জন পলাতক রয়েছেন। গতকাল জামিনপ্রাপ্ত ৮ আসামীর মধ্যে ৭ জন হাজির ছিলেন। ১ জনের জন্য সময়ের আবেদন করা হলে আদালত তা মঞ্জুর করেন। মামলার পরবর্তী তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ১২ নভেম্বর।
. . . . . . . . .