হামলার শিকার ব্যবসায়ী মামলা করে বিপাকে
সিলেটের কন্ঠ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ১৩ অক্টোবর ২০১৫, ১০:২২ অপরাহ্ণকোম্পানীগঞ্জের জমির আলী নামের ব্যবসায়ী সন্ত্রাসী হামলা ও টাকা ছিনতাইর ঘটনায় মামলা করে এখন বিপাকে পড়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। মামলার আসামীরা প্রতিনিয়ত মামলা তোলে নিতে বিভিন্ন ধরণের হুমকি কারণে নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে জানিয়েছেন ওই ব্যবসায়ী।
জানা যায় ২৮ আগস্ট থানা বাজার মাছগল্লি এলাকায় সন্ত্রাসীরা তার উপর অতর্কিত হামলা চালিয়ে নগদ ৭৫ হাজার টাকা ছিনিয়ে নেয়। এ ঘটনায় ২২ সেপ্টেম্বর জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট ৪নং ও আমল গ্রহণকারী আদালত নং-৫ এ একটি দরখাস্ত মামলা করেন। মামলা নং-৭৮/১৫ এই মামলার প্রধান আসামী হলেন কোম্পানীগঞ্জের মনাফ মিয়ার ছেলে আবদুল হক , সম্প্রতি ডাকাতি মামলার গ্রেফতার হয়ে কারাগারে আটক রুহেল মিয়া, সুমেল মিয়া, মোহাম্মদ আলী।
অভিযোগ ওঠেছে আবদুল হকের বিরুদ্ধে বিভিন্ন সময়ে বিভিন্ন অপরাধে একাধিক মামলা হয়। তাকে একটি চক্র মিথ্যা মামলায় ফাঁসানোর চেষ্টা করছে। অথচ স্থানীয় লোকজন জানান এখন তিনি এসব উদ্ভট কথায় অবতারণা করছেন অথচ আগে থেকেই তিনি বিভিন্ন মামলায় অভিযুক্ত হয়ে আছেন। সন্ত্রাসী হামলার ঘটনায় দায়ের মামলায় অপর আসামীরা হলেন আবদুল করিম, রফিক মিয়া, আবদুস সামাদসহ আরো ৫জন।
. . . . . . . . .