নবীগঞ্জে সাবেক ইউপি মেম্বার মধু মিয়া হত্যাকান্ডের ঘটনায় ৪৮জনের বিরুদ্ধে মামলা
সিলেটের কন্ঠ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ১১ অক্টোবর ২০১৫, ৯:৩৪ পূর্বাহ্ণনবীগঞ্জ প্রতিনিধি :
ঢাকা-সিলেট মহাসড়কের নবীগঞ্জের রুস্তুমপুর প্রতিপক্ষের হামলায় সাবেক ইউপি মেম্বার মধু মিয়া (৫০) নিহতের ঘটনায় প্রভাবশালী জাহির উদ্দিনের পক্ষের রুস্তুমপুর গ্রামের ভূট্টু ও জাবেলকে প্রধান আসামী করে ৪৮জনের নাম উল্লেখ করে নবীগঞ্জ থানায় মামলা দায়ের করেছেন নিহতের পুত্র মামুন মিয়া। আসামীদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলে জানা গেছে। জানা যায়, নবীগঞ্জ উপজেলার দেবপাড়া ইউনিয়নের রুস্তুমপুর গ্রামের জাহির উদ্দিন ও তার লোকজনের হামলায় বৃহস্পতিবার রাত সাড়ে ১০টায় রুস্তুমপুর বাস স্ট্যান্ডে নারী কেলেংকারী ঘটনার জের ধরে এলাকার প্রিয় মূখ সাবেক মেম্বার মধু মিয়াকে নির্মমভাবে আক্রমন করে প্রভাবশালী লাটিয়াল বাহিনীর লোকজন। এতে মধু মিয়া আশংকাজনক অবস্থায় রক্তাক্ত জখমি হয়ে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত প্রায় ৩টার দিকে আহত মধু মিয়া মারা যান। হামলার ঘটনার পর পরই সংর্ঘষ বাধঁলে উভয় পক্ষের সংর্ঘষে ১০জন লোক আহত হন। নিহতের ছেলে মামুন মিয়া এ প্রতিনিধিকে জানান, প্রভাবশালী জাহির উদ্দিনের লাটিয়াল বাহিনীর মূল টার্গেটই ছিলেন, তার নিহত পিতা সাবেক মেম্বার মধু মিয়া। তারা তাদের দীর্ঘদিনের টার্গেট মতোই আমার বাবাকে নির্মমভাবে খুন করলো।
. . . . . . . . .