সংবাদপত্র হকার নূরুলকে গ্রেফতারের নিন্দা ও মুক্তির দাবি
সিলেটের কন্ঠ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ০৭ অক্টোবর ২০১৫, ১১:৫৩ অপরাহ্ণসিলেটের দক্ষিণ সুরমায় সিলেট রেল স্টেশনের পত্রিকার হকার মো. নরুল ইসলামকে কালোবাজারি বানিয়ে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। এ ঘটানার নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে সিলেট মহানগর সংবাদপত্র হকার সমবায় সমিতির নেতারা।
সোমবার রাতে কালোবাজারি সাজিয়ে নুরুল ইসলামকে ধরে নিয়ে যায় জিআপি পুলিশ। এ ঘটায় তার বিরুদ্ধে মামলাও দায়ের করা হয়। এই মামলায় নুরুলকে জেলে প্রেরণ করে পুলিশ।
এদিকে, নুরুলকে ষড়যন্ত্রমূলকভাবে গ্রেফতারের নিন্দা জানিয়ে তার মুক্তি দাবি করেছে সিলেট মহানগর সংবাদ পত্র হকার সমবায় সমিতি। এক বিবৃতিতে হকার সমিতির নেতারা বলেন, রেল স্টেশনে কতিপয় ব্যক্তিকে উৎকোচ ও বিনামূল্যে পত্রিকা না দেয়ায় স্টেশনের নিরাপত্তা কর্মী ও তাদের সহযোগিরা ষড়যন্ত্র করে তাকে কালোবাজারি বানিয়ে ধরে নিয়ে যায় জিআরপি পুলিশ।
বিবৃতিতে ষড়যন্ত্রমূলক এ মিথ্যা মামলা থেকে নুরুলের মুক্তি দাবি করেন হকার সমিতির নেতারা।
বিবৃতিদাতারা হলেন- সংবাদপত্র হকার সমবায় সমিতির সভাপতি শাহ আলম, সহ-সভাপতি মামুনুর রশিদ, সাধারণ সম্পাদক কামাল মজুমদার, সহ-সাধারণ সম্পাদক মো. শাহ আলম, সাংগঠনিক সম্পাদক আমির হোসেন, কোষাধ্যক্ষ আবু সালেহ, দপ্তর সম্পাদক হারুন আহমদ, প্রচার সম্পাদক আব্দুল কুদ্দুস ও সদস্য ফয়সাল আহমদ। এছাড়াও সমিতির সাবেক সম্পাদক আবদুস ছালাম, ওয়াকার্সপার্টির সভাপতি আবুল হোসেন প্রমুখ।
. . . . . . . . .