শিশু সাঈদ হত্যা মামলা: পিছিয়েছে শুনানি, নথি উচ্চ আদালতে
সিলেটের কন্ঠ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ০৭ অক্টোবর ২০১৫, ১১:৪৪ অপরাহ্ণশিশু আবু সাঈদ হত্যা মামলার চার্জশিটের (অভিযোগ পত্র) উপর শুনানি পিছিয়ে গেছে। বুধবার মহানগর মুখ্য হাকিম আদালতের বিচারক শাহেদুল করিমের আদালতে শুনানির কথা ছিল। মামলার এক আসামি জামিন শুনানীর জন্য জন্য উচ্চ আদালতে নথি স্থানান্তর করায় বুধবার শুনানি হয়নি।
মহানগর হাকিম আদালতের কোর্ট ইন্সপেক্টর পংকজ দাস জানান, আদালতের বিচারক পরবর্তী তারিখে শুনানি হবে বলে আদেশ দিয়েছেন। শুনানির তারিখ পরে জানানো হবে।
তিনি আরো জানান, ওই তারিখে সাঈদ হত্যা মামলার পলাত আসামি মাসুদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা ও মালামাল ক্রোকের আদেশ জারি করা হবে।
আদালত সূত্র জানায়, গত ২৩ সেপ্টেম্বর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) মোশাররফ হোসাইন মহানগর পুলিশের সহকারী কমিশনার (প্রসিকিউশন) আবদুল আহাদ চৌধুরীর কাছে চার্জশিট হস্তান্তর করেন। পরবর্তীতে প্রথম আদালতের বিচারক শাহেদুল করিমের আদালতে চার্জশিট দাখিল করা হলে শুনানির জন্য এই তারিখ ধার্য করা হয়।
এ মামলায় চার্জশিটভুক্ত আসামিরা হলেন- বিমানবন্দর থানার কনস্টেবল (বরখাস্ত) এবাদুর রহমান পুতুল, র্যাবের কথিত সোর্স আতাউর রহমান গেদা, সিলেট জেলা ওলামা লীগের সাধারণ সম্পাদক নূরুল ইসলাম রাকিব ও প্রচার সম্পাদক মাহি হোসেন মাছুম। তাদের মধ্যে মাছুম পলাতক রয়েছেন। অন্যরা সিলেট কেন্দ্রীয় কারাগারে বান্দি।
প্রসঙ্গত, গত ১১ মার্চ সকালে সিলেট নগরীর রায়নগরে আবু সাঈদকে (৯) অপহরণ করা হয়। ১৩ মার্চ রাত সাড়ে ১০টায় বিমানবন্দর থানার পুলিশ কনস্টেবল এবাদুর রহমান পুতুলের কুমারপাড়া ঝর্ণারপাড় সবুজ-৩৭ নং বাসার ছাদের চিলেকোঠা থেকে সাঈদের বস্তাবন্দি লাশ উদ্ধার করে পুলিশ।
. . . . . . . . .