সুরমা পয়েন্ট থেকে মুহিব হত্যার প্রধান আসামী গ্রেফতার
সিলেটের কন্ঠ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ০৭ অক্টোবর ২০১৫, ৩:৪৯ অপরাহ্ণবাগবাড়ির বাসিন্দা মুহিবুর রহমান মুহিব হত্যার প্রধান আসামী পাখি সুহেল (৩২)কে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার দুপুর ১২টার দিকে সুরমা পয়েন্ট থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামী হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার আলা উদ্দিনের ছেলে বলে জানিয়েছে পুলিশ।
এ ব্যাপারে কোতোয়ালী থানার এসআই ফয়েজ উদ্দিন জানান, গোপন সংবাদের মাধ্যমে পাখি সুহেলকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফারের পর সুহেলকে আতালতে হাজির করা হয়েছে। আদালতে তার ১০ দিনের রিমান্ড আবেদন করা হয়েছে বলেও জানান তিনি।
উল্লেখ্য,গত ৭ জুন সোমবার রাতে নগরীর বাঘবাড়ীর নরসিংটিলার মুহিবুর রহমানের সাথে জমি নিয়ে একই এলাকার বাসিন্দা আলাউদ্দিনের দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। এর জের ধরে রোববার রাত পৌনে ৮টার দিকে উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে।
এ সময় গোলাগুলি ও ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। সংঘর্ষ চলাকালে গুরুতর আহত হন মুহিবুর রহমান। প্রথমে তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি ঘটলে ঢাকায় নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়। সংঘর্ষের ঘটনায় মুহিবুর রহমানের পিতা আবদুল লতিফসহ উভয় পক্ষের বেশ কয়েকজনও আহত হন।
. . . . . . . . .