মেডিকেলে ভর্তির প্রশ্নপত্র ফাঁসের চিত্র প্রদর্শনী করল শিক্ষার্থীরা

সিলেটের কন্ঠ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ০৫ অক্টোবর ২০১৫, ৪:৫০ অপরাহ্ণমেডিকেলে ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে ও নতুন করে পরীক্ষা নেয়ার দাবিতে ফাঁসের চিত্র প্রদর্শনী, মানববন্ধন, মিছিল করেছে শিক্ষার্থীরা। সোমবার দুপুরে সিলেট নগরীর চৌহাট্টাস্থ কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গনে প্রশ্নপত্র ফাঁসের চিত্র প্রদর্শনী, মানববন্ধন করে শিক্ষার্থীরা। পরে এক বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহীদ মিনার থেকে নগরীর কোর্টপয়েন্টে গিয়ে শেষ ।
মেডিক্যালে ভর্তিচ্ছু শিক্ষার্থী জাকারিয়া হোসেনের ও বিপ্লব দে’র নেতৃত্বে কর্মসূচি পালনকালে শিক্ষার্থীরা মেডিক্যাল কলজে ভর্তি পরীক্ষায় প্রশ্ন ফাঁস হয়েছে বলে অভিযোগ করেন। তারা অবিলম্বে অনুষ্ঠিত ভর্তি পরীক্ষার ফলাফল বাতিল করে নতুন করে পরীক্ষা নেয়ার দাবি জানান।
শিক্ষার্থীরা বক্তারা বলেন, ‘দেশে প্রশ্নপত্র ফাঁস মহামারি আকার ধারণ করেছে। এভাবে চলতে পারে না। প্রশ্ন ফাঁসের সাথে জড়িত কয়েকজনকে ধরা হলেও ভর্তি পরীক্ষা বাতিল হলো না। তার মানে রাষ্ট্রীয়ভাবে প্রশ্ন ফাঁসকে স্বীকৃতি দেয়া হলো! এভাবে চলতে থাকলে বাংলাদেশ একটি মেধাহীন ও নীতি-নৈতিকতাহীন রাষ্ট্রে পরিণত হবে।’
. . . . . . . . .