সড়ক দুর্ঘটনায় ছাতক কলেজ ছাত্রের অকাল মৃত্যু
![](https://sylheterkantho.net/img/icon.jpg)
সিলেটের কন্ঠ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ০২ অক্টোবর ২০১৫, ১০:৫৪ পূর্বাহ্ণছাতকে সড়ক দুর্ঘটনায় আহত কলেজ ছাত্র আব্দুল আমিনের (২৪) মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকালে ঢাকার একটি হাসপাতালে তার মৃত্যু হয়। আব্দুল আমিন উত্তর খুরমা ইউনিয়নের রসুলপুর গ্রামের মৃত আব্দুর রউফের পুত্র ও ছাতক অনার্স ডিগ্রী কলেজের বিএ প্রথম বর্ষের ছাত্র।
সহপাঠীরা জানায়, মঙ্গলবার গোবিন্দগঞ্জে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয় কলেজ ছাত্র আব্দুল আমিন। তাকে আশংকাজনক অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তার অবস্থার অবনতি ঘটলে তাকে ঢাকার ইউনাইটেড হাসপাতালে স্থানান্তর করা হয়। দু’দিন হাসপাতালে লাইফ সাপোর্টে রাখার পর বৃহস্পতিবার সকালে সে মারা যায়।
ছাতক অনার্স ডিগ্রী কলেজের ছাত্রলীগ নেতা আব্দুল আমিনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন, ছাতক পৌরসভার মেয়র আবুল কালাম চৌধুরী ও কেন্দ্রিয় ছাত্রলীগের সাবেক নেতা শামীম আহমদ চৌধুরী। এক যৌথ বিবৃতিতে নেতৃবৃন্দ শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা ও মরহুমের বিদেহী আত্মার মাহফেরাত কামনা করেছেন। এ ছাড়া উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আব্দুল বারী চপল, পৌর ছাত্রলীগের সভাপতি জামায়েল আহমদ ফরহাদ, ছাতক অনার্স ডিগ্রী কলেজ ছাত্রলীগ সভাপতি রিয়াদ চৌধুরী, সিনিয়র সহ-সভাপতি আব্দুল কাদির তালুকদার, সাধারণ সম্পাদক জাহাঙ্গির আলমসহ ছাত্রলীগ নেতৃবৃন্দ তার মৃত্যুতে অকাল মৃত্যুতে শোক প্রকাশ করেছেন।
. . . . . . . . .