ওসমানীনগরে স্কুল ছাত্রীকে ধর্ষণ
সিলেটের কন্ঠ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ২৭ সেপ্টেম্বর ২০১৬, ১২:৫১ অপরাহ্ণওসমানীনগর প্রতিনিধি: সিলেট জেলার ওসমানীনগর উপজেলায় দশম শ্রেণীর এক স্কুল ছাত্রীকে (১৬) কে ধর্ষনের অভিযোগ পাওয়া গেছে। গতকাল সোমবার (২৬ সেপ্টেম্বর) সকালে ডাক্তারী পরিক্ষার জন্য তাকে সিলেট ওসমানী হাসপাতালে প্রেরন করা হয়েছে। গত রবিবার উপজেলার নিজ কুরুয়া গ্রামের ঘটনাটি ঘটে।
জানা যায়, উপজেলার নিজ কুরুয়া গ্রামের আলী আকবরের মেয়ে স্থানীয় উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেনীর শিক্ষার্থী (১৬) কে ঘরে রেখে রবিবার (২৫ সেপ্টেম্বর) সকালে সবজি ক্ষেতে যান। এই সুযোগে একই গ্রামের তশির মিয়ার পুত্র সোহেল মিয়া (২৪) আলী আকবরের বসত ঘরে প্রবেশ করে মেয়েটিকে জোরপূর্বক ধর্ষণ করে চলে যায়। পরবর্তীতে মা-বাবা ঘরে এসে কান্নাজনিত অবস্থায় মেয়েটি দেখতে পেয়ে কারণ জিজ্ঞাসা করলে সে ঘটনাটি খোলে বলে।
এসময় পাশ্ববর্তী লোকজনের সহযোগিতায় এ ব্যাপারে থানা পুলিশকে খবর দেয়া হলেও থানার এস আই মহিবুর রহমান ঘটনাস্থলে গিয়ে ভিকটিমকে উদ্ধার করে রবিবার সকাল ১১টায় থানায় নিয়ে আসলেও অফিসার ইনাচার্জ আব্দুল আওয়াল চৌধুরী থানায় অনুপস্থিত থাকায় রবিবার রাত প্রায় সাড়ে ১১টা পর্যন্ত ভিকটিমকে থানায় বসিয়ে রাখা হয়।
পরবর্তীতে রাত ১২টার দিকে এ ব্যাপারে মামলা রুজু করে রাতে মেয়েটি হাসপাতালে না পাঠিয়ে বাড়িতে পাঠানো হয়। সোমবার সকাল ১১ টার দিকে ডাক্তারী পরিক্ষার জন্য তাকে সিলেট ওসমানী হাসপাতালে প্রেরন করে থানা পুলিশ।
ওসমানীনগর থানার অফিসার ইনচার্জ আবদুল আওয়াল চৌধুরী মামলার বিষয়টি নিশ্চিত করে বলেন, অভিযুক্তকে আটকের চেষ্টা চলছে।
. . . . . . . . .