প্রধানমন্ত্রীর আগমনে মিছিলে মুখর সিলেট
সিলেটের কন্ঠ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ২১ জানুয়ারি ২০১৬, ১:২৫ অপরাহ্ণপ্রধানমন্ত্রী শেখ হাসিনা সিলেট এসে পৌঁছেছেন। তিনি দুপুর আড়াইটার দিকে সিলেটের ঐতিহাসিক আলীয়া মাঠে স্থানীয় আওয়ামী লীগ আয়োজিত এক জনসভায় ভাষণ দেবেন। আর সকাল থেকেই ওই জনসভাস্থলে দলে দলে যোগ দিচ্ছেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
বৃহস্পতিবার সকাল ১১টা ২০ মিনিটের বাংলাদেশ ডিপ্লোমা রাসেল অ্যাসোসিয়েশন, সিলেট এসএজি ওসমানী মেডিকেল শাখার ব্যানারে একটি মিছিল নিয়ে আলীয়া মাঠে আসে। পরে সিলেট নার্সিং কলেজের শিক্ষক-শিক্ষার্থীরা একটি মিছিল নিয়ে আলীয়া মাঠে পৌঁছান।
এর পর সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার লালাবাজার মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থীরা মিছিল সহকারে আলীয়া মাঠে আসেন। দুপুর ১২টার দিকে সিলেট জেলা ছাত্রলীগের নেতা-কর্মীরা মিছিল সহকারে আলীয়া মাঠে ঢোকেন।
১২টা ১০ মিনিটে সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা মিছিল নিয়ে আলীয়া মাঠে আসেন।
সকাল ১১টা ৫৫ মিনিটে সিলেট এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় সিলেট জেলা আওয়ামী লীগের শীর্ষ নেতারা প্রধানমন্ত্রীকে স্বাগত জানান। পরে প্রধানমন্ত্রী ১২টা ২০ মিনিটের সময় হযরত শাহজালাল (রহ.) মাজার জিয়ারতে যান। সেখানে সিলেট মহানগর আওয়ামী লীগের শীর্ষ নেতারা প্রধানমন্ত্রীকে স্বাগত জানান।
হযরত শাহজালাল (রহ.) এর মাজার জিয়ারত শেষে হযরত শাহপরান (রহ.) এর মাজার জিয়ারত করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দুপুর ১২টা ৫৭ মিনিটে তিনি জিয়ারতের জন্য শাহপরান মাজারে পৌঁছান। মাজার ও আশপাশের এলাকাজুড়ে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার মোহাম্মদ রহমত উল্লাহ।
শাহপরান মাজার জিয়ারত শেষে তিনি মদনমোহন কলেজে বছরপূর্তি অনুষ্ঠান ও দুপুর আড়াইটার দিকে আলীয়া মাঠে জনসভায় বক্তব্য দেবেন।
. . . . . . . . .