নগরজীবনের ব্যস্ততা, কাজের চাপ, ব্যক্তিগত স্বপ্ন আর সময়ের অভাব—সব মিলিয়ে আজকের ভালোবাসা আর আগের মতো সরল নেই। এই জটিল বাস্তবতাকে কেন্দ্র করেই নির্মিত হয়েছে ওয়েব সিনেমা ‘একসাথে আলাদা’।
রেজাউর রহমানের পরিচালনায় সিনেমাটি মুক্তি পাবে ওটিটি প্ল্যাটফর্ম হইচই-তে। রোমান্টিক-কমেডি ঘরানার এই সিনেমায় প্রথমবারের মতো একসঙ্গে পর্দায় দেখা যাবে ইয়াশ রোহান ও পারসা ইভানাকে।
একই সঙ্গে এটি হইচইয়ের জন্য এই দুই অভিনেতার প্রথম কাজ।নির্মাতার ভাষ্য অনুযায়ী, ‘একসাথে আলাদা’ শুধুমাত্র একটি প্রেমের গল্প নয়; বরং শহুরে সম্পর্কের টানাপড়েন, দূরত্ব এবং না বলা অনুভূতির প্রতিচ্ছবি। ভালোবাসা থাকা সত্ত্বেও মানুষ কেন ধীরে ধীরে একে অপরের থেকে সরে যায় এবং সেই দূরত্ব থেকেই কিভাবে জন্ম নেয় নতুন উপলব্ধি—এই প্রশ্নগুলোর উত্তর খোঁজার চেষ্টা করেছে সিনেমাটি।
সিনেমায় আরো অভিনয় করেছেন তারেক আনাম খান, তুষার খান, রোজী সিদ্দিকী, দীপা খন্দকারসহ একঝাঁক পরিচিত মুখ।
সীমিত সময়ের ভেতর চরিত্রের গভীরতা তৈরি করা এবং সম্পর্কের বিভিন্ন স্তর বিশ্বাসযোগ্যভাবে তুলে ধরা নির্মাতার জন্য বড় চ্যালেঞ্জ ছিল বলে জানান রেজাউর রহমান।তিনি বলেন, আমরা এমন এক সময়ের গল্প বলতে চেয়েছি, যেখানে ভালোবাসা আছে, কিন্তু ক্যারিয়ার আর ব্যক্তিগত স্পেসের চাপে সম্পর্কের ভাষা বদলে যাচ্ছে। মানুষ একসাথে থেকেও আলাদা হয়ে যাচ্ছে। ইয়াশ ও পারসা দুজনেই চরিত্রে দারুণ আন্তরিকতা দেখিয়েছে।
দর্শক এই গল্পে নিজেদের জীবনের অনেক মিল খুঁজে পাবেন।সিনেমাটি নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করে ইয়াশ রোহান বলেন, চিত্রনাট্য পড়েই মনে হয়েছিল এটি খুব পরিচিত গল্প। আমাদের আশপাশেই এমন অনেক মানুষ আছে, যারা ভালোবাসে, কিন্তু সেই ভালোবাসা ধরে রাখতে পারে না। পোস্টার প্রকাশের পর দর্শকদের আগ্রহ দেখে প্রত্যাশাও বেড়েছে।
পারসা ইভানা বলেন, এই চরিত্রটি আমার আগের কাজগুলোর থেকে আলাদা।
বাইরে থেকে এটি রোমান্টিক কমেডি মনে হলেও ভেতরে রয়েছে দ্বিধা, ভয় আর না বলা অনেক অনুভূতি। আমরা চেষ্টা করেছি সেই নীরব আবেগগুলোকে সত্যি করে পর্দায় তুলে ধরতে।ওয়েব সিনেমা ‘একসাথে আলাদা’ আসছে ঈদে হইচইয়ে মুক্তি পাবে।