সিলেটে যেসব কর্মসূচিতে অংশ নেবেন তারেক রহমান
সিলেটের কন্ঠ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ২১ জানুয়ারি ২০২৬, ৪:২৮ অপরাহ্ণ
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে আনুষ্ঠানিক নির্বাচনি প্রচার শুরু করতে সিলেট সফরে যাচ্ছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। এই সফরে সিলেটসহ দেশের একাধিক জেলায় ধারাবাহিক নির্বাচনি সমাবেশ ও ধর্মীয় কর্মসূচিতে অংশ নেওয়ার কথা রয়েছে তার।
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নির্বাচনি প্রচার শুরু করতে বুধবার (২১ জানুয়ারি) রাতে সিলেটের উদ্দেশে ঢাকা ছাড়বেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। রাত সোয়া ৮টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমানযোগে সিলেটের উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে।
বুধবার দুপুরে গুলশানে বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান কমিটির মুখপাত্র মাহদী আমিন। তিনি বলেন, তারেক রহমানের এই সিলেট সফরের মধ্য দিয়েই বিএনপির আনুষ্ঠানিক নির্বাচনি প্রচার শুরু হবে।
সংবাদ সম্মেলনে জানানো হয়, সিলেটে পৌঁছে গভীর রাতে হযরত শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারত করবেন বিএনপি চেয়ারম্যান। পরদিন সকালে তিনি সিলেট নগরীর ঐতিহাসিক আলিয়া মাদ্রাসা মাঠে আয়োজিত নির্বাচনি সমাবেশে যোগ দেবেন।
এরপর দুপুরে মৌলভীবাজার সদর উপজেলার শেরপুর আইনপুর খেলার মাঠে অনুষ্ঠিত নির্বাচনি সমাবেশে বক্তব্য রাখবেন তারেক রহমান। একই দিনে যাত্রাপথে হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জ উপজেলায় প্রস্তাবিত নতুন উপজেলা পরিষদ মাঠে একটি পথসভায় অংশ নেওয়ার কথা রয়েছে তার।
সেখান থেকে তিনি ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলার কুট্টাপাড়া ফুটবল মাঠে এবং বিকেলে কিশোরগঞ্জ জেলার ভৈরব স্টেডিয়ামে আয়োজিত নির্বাচনি সমাবেশে যোগ দেবেন। পরে যাত্রাপথে নরসিংদী পৌর পার্ক-সংলগ্ন এলাকায় আরেকটি নির্বাচনি সমাবেশে অংশ নেবেন বিএনপি চেয়ারম্যান।
দিনের শেষ পর্যায়ে নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার অথবা রূপগঞ্জের গাউছিয়া এলাকায় নির্বাচনি সমাবেশে অংশ নিয়ে গভীর রাতে গুলশানের নিজ বাসভবনে ফেরার কথা রয়েছে তার।
সংবাদ সম্মেলনে মাহদী আমিন আরও জানান, তারেক রহমানের সফরসূচি সংশ্লিষ্ট জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসারদের আগেই চিঠির মাধ্যমে অবহিত করা হয়েছে। পাশাপাশি সংশ্লিষ্ট পুলিশ বিভাগসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকেও প্রয়োজনীয় ব্যবস্থা নিতে জানানো হয়েছে।
এদিকে সিলেট সফরে তারেক রহমানের সঙ্গে থাকবেন বিএনপির একাধিক কেন্দ্রীয় ও তরুণ নেতা। তাদের মধ্যে রয়েছেন- আব্দুল কাদির ভুঁইয়া জুয়েল, মামুন হাসান, আব্দুল মোনায়েম মুন্না, কাজী রওনাকুল ইসলাম শ্রাবণ, ইয়াসিন ফেরদৌস মুরাদ ও রাকিবুল ইসলাম রাকিবসহ অন্যান্য নেতা।




