শীতের সবজির দাম এখনো চড়া
সিলেটের কন্ঠ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ২৮ নভেম্বর ২০২৫, ৫:৫৩ অপরাহ্ণ
রাজধানীর বাজারে পর্যাপ্ত সরবরাহ থাকলেও বেশির ভাগ সবজি এখনো চড়া দামে বিক্রি হচ্ছে। এতে নিত্যপণ্যের কেনাকাটায় হিমশিম খাচ্ছেন স্বল্প আয়ের মানুষ। ব্যবসায়ীরা বলছেন, গত মাসের টানা বৃষ্টির কারণে সবজির আবাদে ক্ষতি হয়েছে। এর বিরূপ প্রভাব পড়েছে বাজারে।
গতকাল বৃহস্পতিবার রাজধানীর খিলক্ষেত, মহাখালী, বাড্ডা ও জোয়ারসাহারা বাজার ঘুরে এবং ক্রেতা-বিক্রেতাদের সঙ্গে কথা বলে এসব তথ্য জানা গেছে।
বাজার ঘুরে দেখা গেছে, সপ্তাহের ব্যবধানে হাতে গোনা দু-একটি সবজির দাম সামান্য কমলেও বেশির ভাগ এখনো চড়া দামে বিক্রি হচ্ছে। প্রতি কেজি বেগুন মানভেদে ৮০ থেকে ১৪০ টাকা, টাকা, শিম ১০০ থেকে ১২০, ঢেঁড়স ও পটোল ৭০ থেকে ৮০, চিচিঙ্গা ৭০ থেকে ৮০ টাকা দরে বিক্রি হচ্ছে।
মহাখালী কাঁচাবাজারের সবজি বিক্রেতা মো. হারুন বলেন, ‘এখন কৃষক পর্যায়েই সবজির দাম বাড়তি। এতে আড়ত থেকে আমাদের বেশি দামে কিনতে হচ্ছে।’
কারওয়ান বাজারের আড়তদাররা বলছেন, এখন উৎপাদন এলাকায় সবজির দাম বেশি।
বাজারে পেঁয়াজের দাম কেজিতে পাঁচ থেকে ১০ টাকা কমে ১০০ থেকে ১০৫ টাকায় বিক্রি হচ্ছে। পেঁয়াজপাতা ৬০ থেকে ৭০ টাকা কেজি। নতুন পেঁয়াজ ৭০ থেকে ৯০ টাকা কেজি। ফার্মের মুরগির ডিম প্রতি ডজন ১২০ থেকে ১২৫ টাকা। ব্রয়লার মুরগি ১৬০ থেকে ১৭০ টাকা কেজি। সোনালি মুরগি মানভেদে প্রতি কেজি ২৬০ থেকে ৩০০ টাকা।




