মিরপুরের অগ্নিকাণ্ডে দায়ী ব্যক্তি বা প্রতিষ্ঠানের বিচার নিশ্চিত করা যাবে? প্রশ্ন আহমাদুল্লাহর
সিলেটের কন্ঠ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ১৫ অক্টোবর ২০২৫, ৯:৩৪ অপরাহ্ণ
রাজধানীর মিরপুরের রূপনগরে কেমিক্যাল গোডাউনের অগ্নিকাণ্ডে নিহতের ঘটনায় দায়ী ব্যক্তি ও প্রতিষ্ঠানকে চিহ্নিত করে কবে উপযুক্ত বিচার নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন আস-সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়খ আহমাদুল্লাহ।
বুধবার (১৫ অক্টোবর) রাতে ফেসবুকের এক পোস্টে এই আহ্বান জানান তিনি।
শায়খ আহমাদুল্লাহ লেখেন, নিশ্চয় মিরপুরের অগ্নিকাণ্ডে নিহতরা স্বেচ্ছায় আগুনে ঝাঁপ দেয়নি! তাহলে এতগুলো তাজা প্রাণ ঝরে যাওয়ার পেছনে নিশ্চয় কারো না কারো ত্রুটি, কিংবা দায় আছে। তবে সেই দায়ী ব্যক্তি বা প্রতিষ্ঠানকে দায় নিতে বাধ্য করার সংস্কৃতি এদেশে কবে চালু হবে?
তিনি আরো লেখেন, প্রতিটি দুর্ঘটনার পর আমরা নিহতের পরিবারকে দায়সারা গোছের সামান্য কিছু টাকা ধরিয়ে দিই এবং তদন্তের নামে তামাশা করি।
তিনি আরো লেখেন, মিরপুরের ঘটনা যতটা আলোচিত হওয়ার দরকার ছিল, যতটা মিডিয়া কাভারেজ পাওয়ার দরকার ছিল, তার সিকিভাগও পায়নি। আমাদের কাছে শ্রমিকের জীবনের মূল্যও হয়তো সস্তা। তাইতো তাদের মৃত্যু আমাদেরকে আলোড়িত করেনি।
উল্লেখ্য, মঙ্গলবার (১৪ অক্টোবর) সকাল ১১টা ৪০ মিনিটের দিকে মিরপুরের রূপনগরে একটি গার্মেন্টস ও একটি রাসায়নিক গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৬ জন নিহত হন।




