১৪ ঘণ্টা পর সান্তাহার-লালমনিরহাট রুটে ট্রেন চলাচল স্বাভাবিক

সিলেটের কন্ঠ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ১৭ সেপ্টেম্বর ২০২৫, ১১:০২ পূর্বাহ্ণ
স্টেশন মাস্টারের কার্যালয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সান্তাহার থেকে ছেড়ে আসা লালমনিরহাটগামী পদ্মরাগ কমিউটার ট্রেনটি ঢাকাগামী দোলনচাঁপা এক্সপ্রেসের সঙ্গে ক্রসিংয়ের জন্য পীরগাছা রেলস্টেশনের ২ নম্বর লাইনে অবস্থান করছিল।
ক্রসিং শেষে ট্রেনটি লালমনিরহাটের দিকে যাত্রা শুরু করে আউটার সিগনালের কাছে পৌঁছালে দুপুর ১২টা ৪০ মিনিটে ট্রেনের পাঁচটি বগি লাইনচ্যুত হয়ে পড়ে। এতে হতাহতের ঘটনা না ঘটলেও লাইন ও সিগন্যালের ক্ষতি হয়েছে।এ সময় সান্তাহার-লালমনিরহাট রুটে ট্রেন যোগাযোগ পুরোপুরি বন্ধ হয়ে যায়। করতোয়া ও দোলনচাঁপা ট্রেনসহ একাধিক ট্রেন পথে আটকা পড়ে।
হঠাৎ এ দুর্ঘটনায় প্রায় পাঁচ শতাধিক যাত্রী চরম দুর্ভোগে পড়েন। পরে দুটি রিলিফ ট্রেনের সহায়তায় উদ্ধারকাজ শেষে ১৪ ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক হয় বলে জানায় কর্তৃপক্ষ।এ ঘটনায় লালমনিরহাট রেলওয়ের বিভাগীয় পরিবহন কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুনের নেতৃত্বে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত কমিটি দুর্ঘটনার মূল কারণ উদ্ঘাটনে কাজ করছে।
দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে পীরগাছা রেলওয়ে স্টেশনের সহকারী স্টেশন মাস্টার ইউসুফ আলী বলেন, ‘দুটি রিলিফ ট্রেনের সহায়তায় প্রকৌশল, ট্রাফিক ও সিগন্যাল বিভাগ ট্রেনটির উদ্ধার কাজ শেষ করেছে। রাত ২টা থেকে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।’