গত মাসে ইয়েমেন উপকূলে একটি নৌকা ডুবে গেলে অন্তত ৬৮ শরণার্থী ও অভিবাসী নিহত হন। এ ঘটনায় নিখোঁজ হন কয়েক ডজন মানুষ। এর আগে গত আগস্টে দক্ষিণ ইতালীয় দ্বীপ ল্যাম্পেডাসের কাছাকাছি একটি নৌকা ডুবে ২৭ অভিবাসী নিহত হন। এর আগে জুনে লিবিয়া উপকূলে দুটি নৌকাডুবির ঘটনায় অন্তত ৬০ জন নিহত ও নিখোঁজ হন।
আইওএম-এর তথ্য বলছে, গত বছর ভূমধ্যসাগরে ২ হাজার ৪৫২ জন শরণার্থী মারা গেছেন কিংবা নিখোঁজ হয়ে গেছেন। সমুদ্রে এই ট্র্যাজেডি বন্ধ করতে দ্রুত পদক্ষেপ নেওয়ার প্রয়োজন বলে উল্লেখ করেছে আইওএম-এর লিবিয়া শাখা।
লিবিয়ায় সাড়ে ৮ লাখের বেশি অভিবাসী বসবাস করেন। মুহাম্মাদ গাদ্দাফির শাসনামলে আফ্রিকার অভিবাসীরা দেশটিতে কাজের সন্ধানে ভিড় করতেন।
২০১১ সালে গাদ্দাফির পতনের পর দেশটি ইউরোপে প্রবেশের একটি ট্রানজিট রুট হিসেবে জনপ্রিয় হয়ে ওঠে। তবে সেখানে অভিবাসী ও শরণার্থীরা নির্যাতন, ধর্ষণ ও চাঁদাবাজির শিকার হচ্ছেন বলে জানাচ্ছে মানবাধিকার ও জাতিসংঘের সংস্থা।