শুধু কথা দিয়ে ইসরায়েলি বর্বরতা থামবে না : পেজেশকিয়ান

সিলেটের কন্ঠ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ১৬ সেপ্টেম্বর ২০২৫, ১১:৫৫ পূর্বাহ্ণ
ইরানের প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ান বলেছেন, যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের কয়েক দশকের অটল সমর্থনই কাতারে ইসরায়েলি হামলার পথ প্রশস্ত করেছে। শুধু কথায় ইসরায়েলি বর্বরতার অবসান হবে না। এ কারণে, মুসলিম দেশগুলোকে কার্যকর পদক্ষেপ নিতে হবে।
সোমবার দোহায় শুরু হওয়া আরব লীগ ও ইসলামিক সহযোগিতা সংস্থা (ওআইসি)-এর সম্মেলনে ইরানি প্রেসিডেন্ট বলেন, ‘আঞ্চলিক দেশগুলোর ওপর সাম্প্রতিক হামলার পরও ইসরায়েল নিজেকে চাপমুক্ত মনে করছে।
তিনি আরো বলেন, ‘কাতারে হামলার মাধ্যমে ইসরায়েল মুসলিম বিশ্বকে জাগিয়ে তুলেছে। গাজা, লেবানন, কাতার ও ইরানের ধ্বংসস্তূপ থেকেই নতুন এক বিশ্বব্যবস্থা জন্ম নেবে।
তিনি বলেন, ‘জায়নিস্ট শাসন পশ্চিমা সমর্থন পেয়েই এ হামলা চালিয়ে যাচ্ছে। এই আগ্রাসনকে যারা সমর্থন করছে, তাদের অপরাধও ইতিহাসে লিপিবদ্ধ হবে।