নেপালে নতুন প্রধানমন্ত্রীরও পদত্যাগ চায় আন্দোলনকারীরা

সিলেটের কন্ঠ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ১৫ সেপ্টেম্বর ২০২৫, ৬:১৩ অপরাহ্ণনেপালে আবারও ‘জেন জি’দের বিক্ষোভ শুরু হয়েছে।আন্দোলনকারীদের সঙ্গে পরামর্শ না করেই মন্ত্রী নিয়োগ দেওয়ায় নেপালে অন্তর্বর্তী প্রধানমন্ত্রী সুশীলা কার্কির পদত্যাগ দাবিতে বিক্ষোভ হয়েছে। গতকাল রবিবার রাতে বালুওয়াটারে প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে জেন জি আন্দোলনের অন্যতম নেতা সুদান গুরুংয়ের নেতৃত্বে স্লোগান দিতে থাকেন বিক্ষোভকারীরা।
বিক্ষোভকারীদের অভিযোগ, নতুন মন্ত্রিসভা গঠনের ক্ষেত্রে আন্দোলনাকারীদের সঙ্গে কোনো পরামর্শ করা হয়নি। তাই কার্কির পদত্যাগ ছাড়া বিকল্প নেই। সুদান গুরুং হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘আমরা যদি আবার রাস্তায় নামি, কেউ আমাদের থামাতে পারবে না। আমরা যেখানেই বসিয়েছি, সেখান থেকে উপড়ে ফেলবো।’
সুদান গুরুং আরও অভিযোগ করেন, আইনজীবী ওম প্রকাশ আর্যাল ভেতর থেকে নিজেকে স্বরাষ্ট্রমন্ত্রী বানিয়ে নিচ্ছেন। এ সময় গুরুংয়ের সঙ্গে ছিলেন গত সপ্তাহের বিক্ষোভে নিহত ও আহতদের স্বজনদেরও।
ইতোমধ্যে প্রধানমন্ত্রী কার্কি সিদ্ধান্ত নিয়েছেন, আইনজীবী আরিয়াল স্বরাষ্ট্র ও আইন মন্ত্রণালয়ের নেতৃত্ব দেবেন। তিনি এর আগে অর্থমন্ত্রী হিসেবে রামেশ্বর খানাল এবং জ্বালানিমন্ত্রী হিসেবে কুলমান ঘিসিংকে বেছে নেন। জানা গেছে, প্রধানমন্ত্রী কার্কি প্রথমে তাদের তিনজনের সঙ্গে ফোনে কথা বলেন এবং চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার জন্য তাদের কার্যালয়ে ডেকে নেন।
তবে আন্দোলনকারীদের বিক্ষোভের পরে সুশীলা কার্কির অবস্থান এখনো জানা যায়নি।