ভারতে গণেশ বিসর্জনের শোভাযাত্রায় ট্রাকের ধাক্কা, নিহত ৯

সিলেটের কন্ঠ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ১৩ সেপ্টেম্বর ২০২৫, ১১:১৬ পূর্বাহ্ণভারতে গণেশ বিসর্জনের শোভাযাত্রায় ট্রাকের ধাক্কায় অন্তত ৯ জন নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও ২০ জন।গতকাল শুক্রবার রাতে কর্নাটকের হাসান জেলার এক গ্রামে শোভাযাত্রার মধ্যে ঢুকে পড়ে একটি ট্রাক, তখনই হতাহতের ঘটনা ঘটে। ভারতীয় সংবাদমাধ্যম ইটিভি ভারতের এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।
প্রতিবেদনে বলা হয়, আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর৷ নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে ৷
শুক্রবার রাত সোয়া ৯টার দিকে গণেশ চতুর্থী উদযাপনের সময় মোসালে হোসাহাল্লি গ্রামে এই ঘটনা ঘটে। আহতদের চিকিৎসার জন্য হাসানের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। কয়েকজনকে আরও উন্নত চিকিৎসার জন্য অন্য হাসপাতালে নিয়ে যাওয়া হতে পারে ৷
স্থানীয় সূত্রের বরাতে ইটিভি জানায়, একটি স্থানীয় ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীরা বিসর্জন দেখতে এসেছিলেন৷ তাদের মধ্যেও তিনজনের নিহত হয়েছেন৷ আরও দুই শিক্ষার্থী আহত হয়েছেন।
প্রত্যক্ষদর্শীরা পুলিশকে জানিয়েছেন, আরাকলাগুডু থেকে আসা ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে ভক্তদের উপর ধাক্কা দেয়।
ঘটনাটি কীভাবে ঘটল তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ৷ আহতদের থেকেও বিষয়টি জানার কাজ করছেন তারা।