দক্ষিণ সুরমায় হোটেলে এক নারী নিয়ে ৩ পুরুষ

সিলেটের কন্ঠ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ১২ সেপ্টেম্বর ২০২৫, ৪:৪৫ অপরাহ্ণ
সিলেট নগরীর দক্ষিণ সুরমায় অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) রাত আনুমানিক ২টা ৫ মিনিটে কদমতলী এলাকার হোটেল আল ইসলাম-এ এ অভিযান চালানো হয়। এ সময় তিনজন পুরুষ ও একজন নারীকে আটক করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন—মো. রিপন মিয়া (৩৪), মফিজ আলী (৩৪), তুরন মিয়া (৩৭) এবং সোনারা বেগম (৩৫)। এ ঘটনায় দক্ষিণ সুরমা থানায় সিলেট মহানগর আইন ২০০৯ এর ৭৭ ধারায় নন-এফআইআর নং ১৭৫, তারিখ ১১/০৯/২০২৫ খ্রি. মামলা দায়ের করা হয়েছে। পরে গ্রেপ্তারকৃতদের আদালতে সোপর্দ করা হয়।
সাম্প্রতিক সময়ে সিলেট নগরীর আবাসিক হোটেলগুলোতে অনৈতিক কর্মকাণ্ড বেড়ে যাওয়ায় সাধারণ নাগরিকদের মধ্যে চরম উদ্বেগ সৃষ্টি হয়েছে। পরিবার নিয়ে হোটেলে অবস্থান বা যাতায়াতকারীরা নিরাপত্তাহীনতায় ভুগছেন। অনেকে অভিযোগ করছেন, কিছু হোটেলে নিয়মিত এমন কার্যকলাপ চলে, অথচ যথাযথ তদারকি না থাকায় তা বন্ধ করা যাচ্ছে না।
পুলিশ জানায়, নগরীর আবাসিক হোটেলগুলোতে অনৈতিক কার্যক্রম দমনে অভিযান অব্যাহত থাকবে। এ ধরনের কর্মকাণ্ড সামাজিক অস্থিরতা সৃষ্টি করে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি বিঘ্নিত করে। তাই নিয়মিত অভিযানের মাধ্যমে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অনিয়ম দমনে কঠোর অবস্থান বজায় রাখবে।
সিলেটের নাগরিক সমাজ মনে করছে, শুধু অভিযান নয়—অবৈধ কর্মকাণ্ডে জড়িত হোটেলগুলোর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হলে তবেই পরিস্থিতির উন্নতি ঘটবে। অন্যথায় অনৈতিক কার্যক্রম রোধ করা কঠিন হয়ে পড়বে।