গাজায় গণহত্যা বন্ধে ৯ পদক্ষেপের ঘোষণা স্প্যানিশ প্রধানমন্ত্রীর

সিলেটের কন্ঠ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ০৮ সেপ্টেম্বর ২০২৫, ৭:৩৫ অপরাহ্ণঅবরুদ্ধ গাজা উপত্যকায় গণহত্যা বন্ধে ৯টি পদক্ষেপ নেওয়ার ঘোষণা দিয়েছে স্প্যানিশ প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ।তিনি বলেছেন, ‘ইসরায়েল আত্মরক্ষা করছে না, তারা নিরস্ত্র জনগণকে নিশ্চিহ্ন করে দিচ্ছে।’ তুর্কি বার্তা সংস্থা আনাদোলু এজেন্সির এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।
সানচেজ দাবি করেন, স্পেন ২০২৩ সাল থেকেই ইসরায়েলে অস্ত্র রপ্তানি বন্ধ করেছে। এখন স্থায়ীভাবে এই সিদ্ধান্ত নিতে যাচ্ছেন তারা। তিনি বলেন, স্প্যানিশ বন্দর ব্যবহার করে ইসরায়েলি বাহিনীকে তেল রপ্তানি করতে পারবে না কোনো জাহাজ। জ্বালানি রপ্তানিকারী বিমানও স্পেনের আকাশসীমা ব্যবহার করতে পারবে না।
স্প্যানিশ প্রধানমন্ত্রী বলেন, গণহত্যার সঙ্গে জড়িতরা স্পেনে প্রবেশ করতে পারবেন না। এ ছাড়া পশ্চিমতীর ও গাজা উপত্যকার ইসরায়েলি অবৈধ বসতি থেকে সব ধরনের আমদানি নিষিদ্ধ করা হবে। রাফায় ফিলিস্তিনি কর্তৃপক্ষের সঙ্গে যৌথভাবে কাজ করবে স্পেনের সেনারা।
পেদ্রো সানচেজ বলেন, জাতিসংঘের ফিলিস্তিনি বিষয়ক সংস্থায় (ইউএআরডব্লিউএ) সহায়তার পরিমাণ বাড়াবে স্পেন। তিনি বলেন, ‘আমরা জানি, এগুলো করে হয়তো যুদ্ধাপরাধ থামানো যাবে না। তবে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ওপর চাপ বৃদ্ধি করা যাবে।’