দুর্ঘটনার শিকার হয়ে হাসপাতালে পিএসজি কোচ

সিলেটের কন্ঠ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ০৬ সেপ্টেম্বর ২০২৫, ১১:৪৪ পূর্বাহ্ণ
পিএসজি জানিয়েছে, এনরিকের কাঁধের হাড় ভাঙার কারণে তাকে সার্জারি করাতে হবে।
পিএসজি তাদের সোশ্যাল মিডিয়ায় জানিয়েছে, ‘ক্লাব তার পূর্ণ সমর্থন জানাচ্ছে এবং দ্রুত সুস্থতার কামনা করছে। পরবর্তী আপডেট শিগগিরই জানানো হবে।’
এনরিকে ২০২৩ সালে পিএসজিতে যোগ দেন এবং ক্লাবকে ইতিহাসে প্রথমবারের মতো চ্যাম্পিয়নস লীগসহ পর পর দুইটি লিগ ওয়ান শিরোপা জেতাতে সাহায্য করেন। তিনি এর আগে বার্সেলোনাকেও ট্রেবল জেতাতে নেতৃত্ব দিয়েছিলেন এবং ২০১৮ থেকে ২০২২ পর্যন্ত দুই মেয়াদে স্পেন জাতীয় দলের কোচ হিসেবে দায়িত্ব পালন করেছেন।