নির্বাচনের আগে ২ হাজার এএসআই নিয়োগ, এইচএসসি পাসে আবেদন

সিলেটের কন্ঠ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ০৩ সেপ্টেম্বর ২০২৫, ৬:০৫ অপরাহ্ণ
আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে পুলিশে চার হাজার সহকারী উপপরিদর্শক (এএসআই) পদ বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে। প্রথমবারের মতো এসব পদের মধ্যে ২ হাজার পদে সরাসরি নিয়োগ দেওয়া হবে। আর ২ হাজার এএসআই আসবেন পদোন্নতির মাধ্যমে। বুধবার (৩ সেপ্টেম্বর) সচিবালয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. মোখলেস উর রহমানের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের এ তথ্য জানান পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম।
এসব এএসআই পদে শিক্ষাগত যোগ্যতা হবে সর্বনিম্ন এইচএসসি পাস।