মাধবপুরে ১৫ কেজি গাঁজাসহ মাইক্রোবাস জব্দ, গ্রেফতার ৩

সিলেটের কন্ঠ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ৩০ আগস্ট ২০২৫, ৬:১৩ অপরাহ্ণহবিগঞ্জের মাধবপুরে ১৫ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশ জানায়, শনিবার (৩০ আগস্ট) পৌনে একটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে তেলিয়াপাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ মুহাম্মদ খায়রুল বশরের নেতৃত্ব এসআই জয় পাল, এএসআই আব্দুল হান্নান, সঙ্গীয় ফোর্সসহ মাধবপুর উপজেলার সুরমা চা-বাগান সদরের প্রবেশ গেইট এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় ১৫ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারি কে গ্রেপ্তার করা হয় এবং মাদক পরিবহনে ব্যবহৃত একটি মাইক্রোবাস জব্দ করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন- নওগাঁ জেলার নওগাঁ সদর উপজেলার বোয়ালিয়া পারের মনছুর মন্ডলের ছেলে রিপন মন্ডল (২৮), নওগাঁ সদরের দুলাল সরদারের ছেলে হৃদয় সরদার (২৫) ও নওগাঁ সদরের চকপোশার সমসের সর্দারের ছেলে শিমুল সরদার (২৪)।
মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সহিদ উল্ল্যা জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু প্রক্রিয়াধীন।