বাংলাদেশ-নেদারল্যান্ডস প্রথম টি-টোয়েন্টি আজ সিলেটে

সিকডে
প্রকাশিত হয়েছে : ৩০ আগস্ট ২০২৫, ২:৩৯ অপরাহ্ণবাংলাদেশ ও নেদারল্যান্ডসের মধ্যে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচ আজ শনিবার (৩০ আগস্ট) সন্ধ্যা ৬টায় সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে।
টি-টোয়েন্টি ক্রিকেট মানেই বিনোদন আর দর্শক উপভোগ। বাংলাদেশও সেই মন্ত্রেই এশিয়া কাপের প্রস্তুতি সেরে নিতে চাইছে। অন্যদিকে নেদারল্যান্ডস চাইছে নিজেদের সুযোগ কাজে লাগাতে। ট্রফি উন্মোচনও হলো হাস্যরসের আবহে। ডাচ অধিনায়ক স্কট এডওয়ার্ডস ও বাংলাদেশের লিটন দাস প্রখর রোদে মাঠে এসে একসঙ্গে ট্রফি উন্মোচন করেন।
সিলেটের উইকেট বরাবরই রানসমৃদ্ধ। ফলে ব্যাটিংবান্ধব এই মাঠে দর্শকরা রানের ঝড় দেখতে পারেন। তবে বৃষ্টি নিয়ে কিছুটা শঙ্কা রয়েছে।
বাংলাদেশ কোচ ফিল সিমন্স মনে করেন, প্রতিপক্ষ দুর্বল হলেও চাপে থেকে ম্যাচ খেলতে হবে। তিনি বলেন, ‘আমরা যদি ভালো না খেলি, তাহলে সমালোচনা আমাদের প্রাপ্য। আমরা সব সময় জেতার লক্ষ্য নিয়েই মাঠে নামি। নিজেদের মান ধরে খেলতে পারলে জয় আমাদেরই হবে।’
সাম্প্রতিক সিরিজগুলোতে পাকিস্তান ও শ্রীলংকাকে হারানো বাংলাদেশ দলে তেমন পরিবর্তন নেই। তবে ইনজুরি কাটিয়ে দলে ফিরেছেন নুরুল হাসান ও সাইফ হাসান।
খেলা/আবির