ঐতিহাসিক লজ্জায় ম্যানইউ, চতুর্থ স্তরের গ্রিমসবির কাছে হেরে বিদায়

সিকডে
প্রকাশিত হয়েছে : ২৮ আগস্ট ২০২৫, ৮:১৯ অপরাহ্ণফুটবল যে অপ্রত্যাশিত নাটকের মঞ্চ, তার আরেক উজ্জ্বল প্রমাণ মিলল ইংলিশ লিগ কাপে। ক্লাব ইতিহাসে প্রথমবার চতুর্থ স্তরের একটি দলের কাছে হেরে বিদায় নিলো ম্যানচেস্টার ইউনাইটেড। ২৬ শটের রোমাঞ্চকর টাইব্রেকারে ১২-১১ গোলে জয় ছিনিয়ে নিল ছোট শহরের ক্লাব গ্রিমসবি টাউন এফসি।
ম্যাচের শুরু থেকেই ইউনাইটেড ছিল বিপর্যস্ত। মাত্র আধঘণ্টার মাথায় ২-০ ব্যবধানে এগিয়ে যায় গ্রিমসবি। একসময় অফসাইডের কারণে তাদের আরেকটি গোল বাতিলও হয়। ৭৫ মিনিটে এমবুমোর গোলে লড়াইয়ে ফেরে ইউনাইটেড। ৮৯ মিনিটে হেডে সমতা ফেরান হ্যারি ম্যাগুইয়ার। ম্যাচে সমতা ফিরলেও ভাগ্য তাদের সঙ্গ দিলো না।
ক্রীড়াঙ্গন/আবির