‘বি’ ক্যাটাগোরিতে কত টাকা বেতন কমল বাবর-রিজওয়ানের?

সিকডে
প্রকাশিত হয়েছে : ২৮ আগস্ট ২০২৫, ৮:১৫ অপরাহ্ণপাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) গত ১৯ আগস্ট ২০২৫–২৬ মৌসুমের জন্য কেন্দ্রীয় চুক্তি ঘোষণা করেছে। তবে এ ঘোষণায় সবচেয়ে বড় চমক এসেছে দুই সিনিয়র তারকা বাবর আজম ও মোহাম্মদ রিজওয়ানের ক্ষেত্রে। ধারাবাহিক ব্যর্থতার কারণে তারা আর ‘এ’ ক্যাটাগরিতে নেই, নেমে গেছেন ‘বি’ ক্যাটাগরিতে।
গত মৌসুমে (২০২৪–২৫) এই দুজনই ছিলেন একমাত্র ‘এ’ ক্যাটাগরির ক্রিকেটার। অথচ সাম্প্রতিক সিরিজগুলোতে প্রত্যাশা পূরণ করতে না পারায় দুজনকেই অবনমন দেওয়া হলো। ফলে নতুন মৌসুমে তাদের মাসিক বেতনও কমে যাবে উল্লেখযোগ্য হারে।
ক্রীড়াঙ্গন/আবির