দেশে গুম বন্ধে আইন করছে সরকার : প্রেসসচিব

সিলেটের কন্ঠ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ২৮ আগস্ট ২০২৫, ৫:১৪ অপরাহ্ণ
‘গুম প্রতিরোধ, প্রতিকার ও সুরক্ষা অধ্যাদেশ, ২০২৫’-এর খসড়া নীতিগত অনুমোদন করা হয়েছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেসসচিব শফিকুল আলম। তিনি বলেছেন, বাংলাদেশে যেন আর কোনো দিন গুম না হয়, সেই বিষয়ে আইন নিয়ে সরকার কাজ করছে।
বৃহস্পতিবার (২৮ আগস্ট) বিকেলে ফরেন সার্ভিস একাডেমির মিলনায়তনে এক বিফ্রিংয়ে তিনি এ কথা জানান। উপদেষ্টা পরিষদের ৪০তম বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়।
এ সময় প্রধান উপদেষ্টার উপ-প্রেসসচিব আবুল কালাম আজাদ মজুমদার, সিনিয়র সহকারী প্রেসসচিব ফয়েজ আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন।