ইরান থেকে বিতাড়িত আফগানদের বাস দুর্ঘটনার কবলে, নিহত ৭১

সিলেটের কন্ঠ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ২০ আগস্ট ২০২৫, ১০:২১ পূর্বাহ্ণ
ইরান থেকে বিতাড়িত আফগানদের বহনকারী একটি বাস আফগানিস্তানের হেরাত প্রদেশে দুর্ঘটনার কবলে পড়েছে। এতে বাসে থাকা ১৭ শিশুসহ অন্তত ৭১ জন আরোহী নিহত হয়েছেন। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক গণমাধ্যম আলজাজিরা।
আফগান প্রাদেশিক সরকারের মুখপাত্র আহমাদুল্লাহ মুত্তাকি ও স্থানীয় পুলিশ সূত্রে জানা যায়, বাসটির সঙ্গে একটি ট্রাক ও মোটরসাইকেলের সঙ্গে সংঘর্ষ হয়।
আফগানিস্তানের তালেবান সরকারের প্রধান মুখপাত্র জাবিহউল্লাহ মুজাহিদ নিশ্চিত করেন, বাস দুর্ঘটনায় হতাহত ব্যক্তিরা ইরান থেকে বিতাড়িত হয়েছিলেন।