মিয়া খলিফার সঙ্গে তুলনা করায় ক্ষোভ ঝাড়লেন মাহি

সিকডে
প্রকাশিত হয়েছে : ১৭ আগস্ট ২০২৫, ১১:০৩ পূর্বাহ্ণসামাজিক যোগাযোগ মাধ্যমে রিডিং গ্লাস পরা একটি ছবি শেয়ার করার পরে নেটিজেনদে আপত্তিকর মন্তব্যের শিকার হন ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী সামিরা খান মাহি। বেশিরভাই তাকে নীল ছবির তারকা মিয়া খলিফার সঙ্গে তুলনা করেছেন। এতে ক্ষোভ প্রকাশ করেছেন মাহি।
তিনি একটি সাক্ষাৎকারে বলেন, ‘‘ আসলে আমার কাছে মনে হয়েছে, আমাদের দেশের বেশির ভাগ পুরুষ সেক্সুয়ালি হতাশাগ্রস্ত। হতাশাগ্রস্ত বলেই রিডিংগ্লাস পরা এ রকম ছবি দেখে তাদের কাছে মনে হয়েছে, এটা ওই রকম ‘’
মাহি জানিয়েছেন, যারা এই ধরনের সমালোচনা করেন, তাদের নিয়ে আর কিছু বলার নেই। একজন আর্টিস্ট অনেক ধরনের ছবি আপলোড করতে পারে। সেই ছবি নিয়ে দর্শক ও নেটিজেনরাও নানান মন্তব্য করতেই পারেন। তবে কোনো ধরনের অসভ্যতা করা ঠিক নয়।
মাহির ভাষায় ‘‘এই ধরনের স্টুপিডিটি, অসভ্যতা তো মানা যায় না। এর আগে আমার বর্ণ নিয়ে, পরনের কাপড় নিয়েও অকারণ সমালোচনা, বিতর্ক তৈরি করল! এবার একটা গ্লাস, রিডিং গ্লাস! সেক্সুয়ালি হতাশাগ্রস্ত মানুষ ছাড়া এই ধরনের চিন্তা সুস্থ মানুষের মাথায় আসার কথা নয়।’’
মাহি ব্যাখ্যা দেন, এই ছবি দিয়ে তিনি এমন কিছুই বোঝাননি যাতে মিয়া খলিফার সঙ্গে তুলনা করা যায়। মিয়া খলিফার সঙ্গে তুলনা করাকে তিনি সমস্যা মনে করেন না তবে নেতিবাচক উপায়ে তুলনা করাতে আপত্তি রয়েছে তার।
বিনোদন/আবির