বাইডেনের জায়গায় ট্রাম্প থাকলে ইউক্রেনে হামলা চালাতেন না পুতিন

সিলেটের কন্ঠ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ১৬ আগস্ট ২০২৫, ১২:০৪ অপরাহ্ণ
সাবেক মার্কিন প্রেসিডেন্টের জো বাইডেনের জায়গায় ডোনাল্ড ট্রাম্প থাকলে ইউক্রেনে হয়ত তিনি কখনো হামলা চালাতেন না বলে দাবি করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। গতকাল ট্রাম্পের সঙ্গে বৈঠক শেষে সংবাদ সম্মেলনে একথা বলেন পুতিন। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।
পুতিন বলেন, যদি দীর্ঘস্থায়ী কোনো চুক্তি করতে হয় তাহলে যে সমস্যার কারণে তিনি ইউক্রেনে হামলা চালিয়েছেন সেই সমস্যার মূল উৎপাটন করতে হবে।
এই আলোচনার পর যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার আভাসও দিয়েছেন পুতিন। তিনি বলেন, ‘আমি মনে করি আজকের বৈঠক শুধুমাত্র ইউক্রেন সমস্যা সমাধানের শুরু নয়, রাশিয়া-যুক্তরাষ্ট্রের মধ্যে ব্যবসায়িক ও বাস্তবসম্মত সম্পর্ক ফিরিয়ে আনবে।’
পুতিন বলেছেন, তিনি সংঘাতের অবসান ঘটাতে আন্তরিকভাবে আগ্রহী, তবে আর বিস্তারিত জানাননি। নিজেদের কথা বললেও সংবাদমাধ্যমের প্রশ্নের উত্তর দেননি দুই নেতা।