ভারতীয় পণ্যে ২৫% শুল্ক আরোপের হুঁশিয়ারি ট্রাম্পের

সিলেটের কন্ঠ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ৩০ জুলাই ২০২৫, ১২:৩৭ অপরাহ্ণ
বাণিজ্য চুক্তি না হলে ভারতের রপ্তানি পণ্যের ওপর ২৫ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপের হুঁশিয়ারি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পাঁচ দফা আলোচনার পরও চুক্তি চূড়ান্ত না হওয়ায় বাড়ছে নয়াদিল্লির ওপর চাপ। তবু আশা ছাড়ছে না ভারত। দেশটির কর্মকর্তারা বলছেন, আলোচনা ফলপ্রসূ হচ্ছে এবং আগামী মাসেই চুক্তির কাঠামো দাঁড়াতে পারে।
এর জবাবে ভারতের এক ঊর্ধ্বতন কর্মকর্তা রয়টার্সকে জানান, আগামী আগস্টের মাঝামাঝি সময়ে একটি মার্কিন প্রতিনিধিদল দিল্লি সফর করবে। তিনি বলেন, ‘আলোচনায় আমরা যথেষ্ট অগ্রগতি করেছি।
২০২৪ সালে যুক্তরাষ্ট্র-ভারত দ্বিপাক্ষিক পণ্য বাণিজ্যের পরিমাণ ছিল প্রায় ১২৯ বিলিয়ন ডলার। এর মধ্যে ভারতের বাণিজ্য উদ্বৃত্ত ছিল প্রায় ৪৬ বিলিয়ন ডলার।
চুক্তি নিয়ে হুঁশিয়ারি দিলেও প্রেসিডেন্ট ট্রাম্পের প্রশাসন ‘বিশ্ব শুল্ক’ নামে একটি নতুন ব্যবস্থার কথা ভাবছে।
এদিকে ভিন্ন প্রেক্ষাপটেও কৌশল পুনর্মূল্যায়ন করছে নয়াদিল্লি। ব্রিকসভুক্ত দেশগুলোর ওপর শুল্ক হুমকি, ডি-ডলারের ব্যবহার, রাশিয়া থেকে তেল আমদানি—এসব বিবেচনায় রেখে আপাতত নতুন কোনো প্রস্তাব দিচ্ছে না ভারত।
ভারতের এক কর্মকর্তা বলেন, ‘আমরা এমন একটি চুক্তি চাই, যেখানে রপ্তানিকারকেরা যুক্তরাষ্ট্রে প্রতিযোগীদের তুলনায় বিশেষ সুবিধা পাবে।’
বিশ্লেষকদের মতে, চুক্তি না হলে ভারতীয় রপ্তানিপণ্য গড়ে ২৬ শতাংশ পর্যন্ত শুল্কের মুখে পড়তে পারে, যা ভিয়েতনাম, ইন্দোনেশিয়া, জাপান কিংবা ইউরোপীয় ইউনিয়নের তুলনায় অনেক বেশি।