মেয়াদোত্তীর্ণ ভিসায় যুক্তরাষ্ট্রে অবস্থান করলে হতে পারে স্থায়ী নিষেধাজ্ঞা

সিলেটের কন্ঠ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ২৯ জুলাই ২০২৫, ১২:১৩ অপরাহ্ণমার্কিন যুক্তরাষ্ট্রে ভিসার মেয়াদ শেষ হওয়ার পরও যদি কেউ দেশটিতে অবস্থান করেন, তাহলে ভবিষ্যতে দেশটিতে ভ্রমণের ওপর স্থায়ী নিষেধাজ্ঞার মুখে পড়তে পারেন।
ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাস তাদের অফিশিয়াল ফেসবুক পেজে আজ মঙ্গলবার (২৯ জুলাই) এক বিবৃতিতে জানিয়েছে, কনস্যুলার অফিসারদের কাছে আপনার অভিবাসনসংক্রান্ত সম্পূর্ণ ইতিহাস সংরক্ষিত থাকে এবং আগের যেকোনো নিয়মভঙ্গের তথ্য তারা সহজেই জানতে পারেন।
দূতাবাস আরো জানায়, ‘ভুল করে নিয়ম ভাঙা’ বলে দায় এড়ানোর সুযোগ নেই। ভিসার শর্ত মেনে চলা সম্পূর্ণরূপে ভিসাধারীর দায়িত্ব।