রাখাল রাহা-গালিবের শাস্তি দাবিতে কক্সবাজারে হেফাজতের বিক্ষোভ

সিকডে
প্রকাশিত হয়েছে : ২৫ ফেব্রুয়ারি ২০২৫, ৪:২৩ অপরাহ্ণআল্লাহ তা’আলা, হযরত রাসুলে কারীম স. ও তাহাজ্জুদ নামায নিয়ে জাতীয় পাঠ্যপুস্তক সংশোধন ও পরিমার্জন কমিটির (এনসিটিবি) সদস্য রাখাল রাহা ও কবি গালিব কর্তৃক কটূক্তির প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে হেফাজতে ইসলাম বাংলাদেশ কক্সবাজার পৌর শাখা।সোমবার (২৪ ফেব্রুয়ারি) মাগরিবের আগে কক্সবাজার শহরের খুরুস্কুল রাস্তার মাথা মসজিদে সুফিয়া হতে মিছিলটি বের হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে পৌরসভা চত্বরে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
মিছিলকারীগণ ইসলাম বিদ্বেষী রাখাল রাহা ও গালিবের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে স্লোগানে রাজপথ প্রকম্পিত করেন মিছিলে অংশগ্রহণকারিরা।
হেফাজত নেতা মাওলানা সায়েম হোসেন চৌধুরীর সভাপতিত্বে মিছিলোত্তর বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথি জেলা সদস্য সচিব মাওলানা মুহাম্মদ ইয়াছিন হাবিব বলেন, ইসলাম বিদ্বেষীরা বাক স্বাধীনতার নামে ইসলামের বিরুদ্ধে কটূক্তি করে শান্তি-শৃঙ্খলা ও সামাজিক সম্প্রীতি বিনষ্টের চক্রান্তে মেতে উঠেছে। তারা আল্লাহদ্রোহী আচরণ ও রাসূলে কারীম স. এর শানে চরম বেয়াদবি করে কোটি কোটি মুসলমানের হৃদয়ে আঘাত করছে। মুসলিম প্রধান এ দেশের কোনও রাষ্ট্রীয় দায়িত্বে এমন ধর্মদ্রোহী ও নাস্তিক-মুরতাদের থাকার নৈতিক অধিকার নেই। অবিলম্বে আল্লাহ তা’আলা ও রাসূলে কারীম স.’র শানে কটুক্তিকারী রাখাল রাহা ও কবি গালিবকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।
সমাবেশে অন্যান্যদের মধ্যে মাওলানা মুফতি সৈয়দুল করিম, মাওলানা মনজুর ইলাহি, মাওলানা ইউসুফ আলী মক্কী, মাওলানা হাফিজ উদ্দিন, মাওলানা এনামুল হক, মাওলানা হাফেজ ওমর ফারুক, আব্দুল করিম প্রমুখ বক্তব্য রাখেন।
সারাদেশ/আবির