‘টাকা থাকলে দল নেবে, না থাকলে নেবে না’—বলছেন মালান

সিকডে
প্রকাশিত হয়েছে : ২৭ জানুয়ারি ২০২৫, ৮:১৮ অপরাহ্ণবাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) যতই শেষের দিকে যাচ্ছে ততই ক্রিকেটারদের পাওনা নিয়ে জটিলতা বাড়ছে। দেশি-বিদেশি ক্রিকেটারদের কাছেও ‘টাকা বুঝে পেয়েছেন’ কী না প্রশ্ন অবধারিত।
সোমবার (২৭ জানুয়ারি, ২০২৫) খুলনা টাইগার্সকে হারিয়ে প্লে’অফ নিশ্চিতের ম্যাচে ফরচুন বরিশালের নায়ক ডেভিড মালানও পাওনা নিয়ে প্রশ্নের মুখোমুখি হন। নিজের দল থেকে পাওনা ঠিকঠাক বুঝে পেলেও পাওনা নিয়ে সমস্যার বিষয়টি নিয়ে মালান ওয়াকিবহাল।
“আমাদের কাজ হচ্ছে খেলা এবং কারও কাজ হচ্ছে আমাদের টাকা দেওয়া। এ কারণে এত লিগ। আশা করি সামনে এমন হবে না। এটা সহজ কাজ। কারও যদি টাকা থাকে সে দল নেবে, না থাকলে দল নেবে না, সিম্পল ব্যাপার। এমনই হওয়া উচিত।”
“আমি আসলে নিজের দল নিয়ে মন্তব্য করতে পারি। এই দলটা দারুণ। টুর্নামেন্ট যেটাই হোক না কেন, বেসিক জিনিসগুলো ঠিক রাখতে হবে। আমাদের বিদেশিদের নিয়েও কোনো সমস্যা নেই, এখনও পর্যন্ত। আশা করি সামনেও হবে না।’’ -আরও যোগ করেন মালান।
বরিশালের বিপক্ষে খুলনা ৫ উইকেটে ১৮৭ রান করে। তাড়া করতে নেমে ৫ বল হাতে রেখে ৫ উইকেটে জয় নিশ্চিত করে বরিশাল। ৩৭ বলে ৬৩ রান নিয়ে ম্যাচসেরা হন মালান।
একই প্রশ্ন করা হয় খুলনার প্রতিনিধি হয়ে সংবাদ সম্মেলনে আসা উইলিয়াম বোসিস্টর কাছে। নিজে ঠিকঠাক পেলেও অন্য দলগুলো না পাওয়ায় হতাশা প্রকাশ করেছেন তিনিও, “হ্যাঁ। চুক্তি অনুযায়ী আমি পেয়েছি। অন্য দলে যে সমস্যা হচ্ছে তা আসলে হতাশার। তবে আমাদের দলে সব ঠিকঠাক আছে।”
ক্রীড়াঙ্গন/আবির