‘আগস্টের প্রথম ৪ দিনে ৫ সাংবাদিককে হত্যা করা হয়’
সিলেটের কন্ঠ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ০৮ নভেম্বর ২০২৪, ১১:০০ অপরাহ্ণ
প্রেস ইনস্টিটিউট বাংলাদেশের (পিআইবি) মহাপরিচালক ফারুক ওয়াসিফ বলেছেন, ‘২০২৪ সালের আগস্টের প্রথম চার দিনেই পাঁচ সাংবাদিককে হত্যা করা হয়। গত ১৫ বছরে হত্যার শিকার হয়েছেন আরও অন্তত ৩০ সাংবাদিক। দেড় হাজার সাংবাদিকের বিরুদ্ধে মামলা, নির্যাতন চালনো হয়েছিল।’
শুক্রবার (৮ নভেম্বর) বিকেলে খুলনায় সাংবাদিকদের জন্য সংবাদ প্রতিবেদন ও বয়ান বিয়ষক প্রশিক্ষণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। খুলনা সার্কিট হাউজের সম্মেলন কক্ষে তিন দিনব্যাপী এই প্রশিক্ষণের আয়োজন করেছিল পিআইবি। খুলনা জেলার ৩৫ জন সাংবাদিক প্রশিক্ষণে অংশ নেন।
ফারুক ওয়াসিফ বলেন, ‘দেশে বস্তুনিষ্ঠ সাংবাদিকতা থাকলে গণতন্ত্র টিকে থাকতো। গত ১৫ বছর সেটা ছিল না। এ কারণে সাংবাদিকতার হারানো ঐতিহ্যকে ফিরিয়ে আনতে হবে। বস্তুনিষ্ঠ সাংবাদিকতার মাধ্যমে দেশের গণতন্ত্রকে এগিয়ে নিতে হবে।’
সারাদেশ/আবির